জল্পনাটা চলছিলই অবশেষে সেটাই হল। ডেঙ্গি সারিয়ে পাকিস্তানের বিরুদ্ধেই ভারতীয় দলের প্রথম একাদশে পিরলেন শুভমন গিল। ঈশান কিষাণের পরিবর্তে ভারতীয় দলে ফিরেছেন তিনি।অসুস্থতার জন্য প্রথম দুটো ম্যাচে খেলতে পারেননি শুভমন গিল। পাকিস্তানের মতো হাই ভোল্টেজ ম্যাচে এই তারকা ক্রিকেটারকে পাওয়া যাবে কিনা তা নিয়েই নানান হিসাব নিকাশ চলছিল। অবশেষে আহমেদাবাদেই ভারতীয় দলের প্রথম একাদশে ফিরেছেন তিনি। প্রথমবার বিশ্বকাপের মঞ্চে নামছেন শুভমন গিল। সেখানেই কেমন পারফরম্যান্স করেন সেটাই দেখার অপেক্ষায় সকলে।
এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই ওডিআই ফর্ম্যাটে অভিষেক হয়েছিল শুভমন গিলের। সেই মাঠেই এবার ওডিআই বিশ্বকাপের মঞ্চেও অভিষেক হল শুভমন গিলের। তাঁর পারফরম্যান্সেক দিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে। এই বছর ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন শুভমন গিল। এবার দেশের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে প্রধান পরীক্ষা তাঁর সামনে। প্রায় এক লক্ষ সমর্থকের সামনে নামছেন শুভমন গিল। তাএও আবার পাকিস্তানের মতো চির প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে। তাঁকে ঘিরে চড়ছে প্রত্যাশার পারদ।
ওডিআই বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচে নামলেন শুভমন গিল
এই বছর ওডিআই ফর্ম্যাটে ভারতীয় দলের গয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন শুভমন গিল। নিউ জিল্যান্ডের মতো দলের বিরুদ্ধে দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার। সেই পারফরম্যান্স যে এবারের বিশ্বকাপের মঞ্চেও তিনি ধরে রাখতে পারবেন সেই ব্যপারেই আশাবাদী সকলে। শেষপর্যন্ত শুভমন গিলের ব্যাট থেকে বড় রানের পারফরম্যান্স দেখা যায় কিনা তা তো সময়ই বলবে। তবে তাঁর ভারতীয় দলে ফেরার খবরে সোশ্যাল মিডিয়া জুড়ে কার্যত শোরগোল পড়ে গিয়েছে।
চেন্নাইয়ে এবার প্রথম ম্যাচে নেমেছিল ভারতীয় দল। সেই ম্যাচে নামার আগেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকটার। এরপরই প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে পারেননি তিনি। সেই থেকেই তাঁকে নিয়ে শুরু হয়ে গিয়েছিল নানান জল্পনা। এরপর দ্বিতীয় ম্যাচেও আফগানিস্তানের বিরুদ্ধে অনুপস্থিত ছিলেন শুভমন গিল। তবে এরপরই তাঁকে ঘিরে আশার আলো দেখতে শুরু করেছিলেন সকলে। ভারতীয় দলের আগেই আহমেদাবাদে পৌঁছেছিলেন এই তারকা ক্রিকেটার।
সেখানে শুভমন গিলের প্রস্তুতি শুরুর ছবি দেখার পর থেকেই আরম্ভ হয়ে গিয়েছিল নানান হিসাব নিকাশ। শেষপর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধেই ভারতীয় দলে ফিরলেন শুভমন গিল। এদিন পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা।