টস হওয়ার সময়ই গ্যালারী থেকে বাবর আজমের উদ্দেশ্যে টিটকিরি

অক্টো. 14, 2023

Spread the love

Babar Azam. ( Photo Source: Alex Davidson-ICC/ICC via Getty Images )

ওডিআই বিশ্বকাপের মঞ্চে হাই প্রোফাইল ম্যাচ। বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচের তকমা যে ভারত বনাম পাকিস্তান ম্যাচে রয়েছে তা বলার অপেক্ষা।  ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে এদিন কানায় কানায় ভর্তি ছিল আহমেদাবাদেপ নরেন্দ্র মোদী স্টেডিয়াম। অপেক্ষা ছিল শুধু ভারতীয় ক্রিকেটারদের মাঠে নামা। রোহিত শর্মা ও বাবর আজম টস করতে মাঠে নামার সঙ্গেই গ্যালারী জুড়ে ছিল দর্শকদেরক গর্জন। সেই মুহূর্তে রোহবিত শর্মা টস জেতার পরই গ্যালারী থেকে বাবর আজমের উদ্দেশ্যে টিটকিরি। নানারকম ব্যঙ্গ করতেও পিছপা হলেন না দর্শকরা।

প্রায় সাত বছর পর ফের একবার ভারতের মাটিতে এসেছে পাকিস্তান।  ২০১৬ সালে শেষবার টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে এসেঠিল পাক বাহিনী। দুই দেশের সীমান্তবর্তী সমস্যার জেরে এখনও পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। এবারই বিশ্বকাপের ম়্চে খেলার জন্য ভারতে এসেছে পাকিস্তান। বিশ্বকাপে হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে চলছে হৈচৈ। উত্তজনার পারদও যে তুঙ্গে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই এবার গ্যালারী থেকে পাক অধিনায়কের উদ্দেশ্যে ভেসে এল টিটকিরি। বাবর আজের উদ্দেশ্যে নানান ব্যাঙ্গও ভেসে এল গ্যালারী থেকে।

বাবর আজমের নেতৃত্বে শেষ সাক্ষাতেও হেরেছে পাকিস্তান

ভারত বনাম পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে এদিন গোটা গ্যালারী ছিল কানায় কানায় ভর্তি। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের রং ছিল এদিন নীল। ভারতে আসার ভিসা পাননি পাকিস্তানের সমর্থকরা। এদিন সম্পূর্ণ গ্যালারী জুরে ছিল শুধুই ভারতীয় সমর্থকদরে গর্জন। সেখানেই বাবর আজমের উদ্দেশ্যে ভেসে এল নানান টিটকিরি। চির প্রতিদ্বন্দ্বী দেশের অধিনায়ককে সামনে পেয়ে বোধহয়  আর নিজেদের সামাল দিতে পারেননি ভারতীয় দলের সমর্থকরা।

এদিন টস করতে রোহিত শর্মা মাঠে আসার পর থেকেই থেকেই গ্যালারীতে শুরু হয়েছিল ভারতীয় ক্রিকেট সমর্থকদের গর্জন। টস জিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। তিনি কথা বলার পর বাবর আজমে সামনে আসার সময়ই গ্যালারী থেকে শুরু হয়ে নানান ব্যাঙ্গাত্মক আওয়াজ। কেউ কেউ ব্যাঙ্গাত্মক শিস দেন। নানান টিটকিরিই এদিন বাবরের উদ্দেশ্যে ভেসে এসেছিল গ্যালারী থেকে।

এখনও পর্যন্ত ওডিআই বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে একটিও ম্যাচে হারেনি ভারতীয় দল। সাতবারই জয় পেয়েছে তারা। এবার ৮-০ দেখার অপেক্ষাতেই রয়েছে অগুন্তী ভারতীয় দলের সমর্থকরা। শেষপর্যন্ত তা হয় কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

The post টস হওয়ার সময়ই গ্যালারী থেকে বাবর আজমের উদ্দেশ্যে টিটকিরি appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador