জার্সি ঘুরিয়ে বাবর আজমের আউটের সেলিব্রেশন অরিজিত্ সিংয়ের

অক্টো. 14, 2023

Spread the love

Arijit Singh. ( Image Source: Twitter )

শনিবারের আহমেদাহবাদ স্টেডিয়ামের রঙ নীল। ভারত বনাম পাকিস্তান ম্যাচকে ঘিরে কানায় কানায় ভক্তি ছিল আহমেদাবেদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ম্যাচের শুরু থেকেই স্টেডিয়াম জুড়ে ছিল উল্লাস। সেই উল্লাস থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলেন ভারতের তারকা গায়ক অরিজিত্ সিংও। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম আউট হওয়ার পরই গ্যালারীতে অরিজিত্ সিংয়ের সেলিব্রেশন। জার্সি ঘুরিয়েই বাবরের আউট হওয়ার সেলিব্রেট করতে দেখা গেল তাঁকে। আর সেই ছবি ক্যামেরাবন্দী করতেও এতটুকুও ভুল করেননি ক্যামেরাম্যান।

এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠান। সেখানেই বলিউডের তারকাদের হাট বসেছিল। সেখানেই মঞ্চ মাতাতে উপস্থিত ছিলেন ভারতের সেরা গায়ক অরিজিত্ সিং। যদিও সেই অনুষ্ঠানের টেলিভিশন সম্প্রচার করা হয়নি। অনুষ্ঠান শেষে মাঠেই ভারতীয় দলের হয়ে গলা ফাটানোর জন্য রয়ে গিয়েছিলেন অরিজিত্ সিং। গ্যালারীতেই বসেই উপভোগ করিছিলেন ভারত বনাম পাকিস্তান ম্যাচ। অপেক্ষায় ঠিলেন একটা মুহূর্তের। বাবর আজমের আউট হওয়াটাই সেই সুয়োগটা এনে দিয়েছিল অরিজিত্ সিংয়ের কাছে।

৫০ রানেই পাক অধিনায়ক বাবর আজমকে সাজঘরে ফিরিয়ে দিয়েছেন মহম্মদ সিরাজ

সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্টাইলেই জার্সি ঘুরিয়ে বাবর আজমের আউটের সেলিহব্রেশন করতে দেখা গেল অরিজিত্ সিংকে। এদিন ভারতের বিরুদ্ধে ফের একবার মহম্মদ রিজওয়ান ও বাবর আজম বড় পার্টনারশিপ গড়ার চেষ্টা শুরু করেছিলেন। ২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এই জুটিই ভাতীয় দলকে হারিয়েছিল।  বাবর এবং মহম্মদ রিজওয়ানের সেই জুটি যে এদিনও ভারতীয় দলের চিন্তাটা বাড়াচ্ছিল তা বলার অপেক্ষা রাখে না। বাবর আজম অর্ধশতরান করার পর যে ভারতীয় দলের চাপটা বেড়েছিল তা বলার অপেক্ষা রাখে না।

#ArijitSingh celebrating Babar’s wicket in stands!! #IndiaVsPakistan #INDvPAK #INDvsPAK #CWC2023 #WorldCup23 pic.twitter.com/hQR5oUKsTb

— The ShaNa (@ShantanuNagar) October 14, 2023

সেইসঙ্গে গ্যালারীতে থাকা ভারতী. সমর্থকদের কপালেও চিন্তার ভাঁজ পড়তে  শুরু করেছিল। সেখানেই ভারতীয় দলের ত্রাতার ভূমিকায় চিলেন মহম্মদ সিরাজ। বাবর আজম অর্ধশতরান করার পরই তাঁকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন মহম্মদ সিরাজ। সেই সময়ই উল্লাসে ফেটে পড়েছিল মরেন্দ্র মোদী স্টেডিয়ামে থাকা অসংখ্য দর্শক। বাদ জাননি অরিজিত্ সিংও। বাবর আজম ফেরার সঙ্গে সঙ্গেই শুরু অরিজিত্ সিংয়ে সেলিব্রেশন।  সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্টাইলে জার্সি ঘুরিয়েই গ্যালারী থেকে পাক অধিনায়কের আউটের সেলিব্রেশন ভারতের এই তারকা গায়কের।

সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেও খুব একটা বেশী সময় নেয়নি। পাকিস্তানকে এদিন ১৯১ রানেই শেষ করে দিয়েছে ভারত।

The post জার্সি ঘুরিয়ে বাবর আজমের আউটের সেলিব্রেশন অরিজিত্ সিংয়ের appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador