Rohit Sharma. ( Image Source: Twitter )
এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে অপরাজিত তকমা রয়েছে ভরতীয় দলের গায়ে। পরপর তিন ম্যাচ জিতে এই মুহূর্তে লিগ টেবিলে শীর্ষস্থানে রয়েছে টিম ইন্ডিয়া। সেইসঙ্গে বিশ্বকাপের মঞ্চে এবার ফর্মে ফিরেছেন রোহিত শর্মাও। সেই পারফরম্যান্স দেখার পর থেকেই সকলে রোহিত শর্মাকে নিয়ে আশাবাদী। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে এবার বিধ্বংসী ফর্মে ছিলেন রোহিত শর্মা। সেই ধারা গোটা প্রতিযোগিতায় তিনি ধরে রাখতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে। তবে রোহিত শর্মাকে কিন্তু দরাজ সার্টিফিকেট দিচ্ছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং।
এবারে রোহিত শর্মার হাত ধরে যাত্রাটা বেশ ভালভাবেই শুরু করেছে ভারতীয় দল। ঘরের মাঠে রোহিত শর্মার হাত ধরে বিশ্বকাপ ভারতের ঘরে আসার ব্যপারে আশাবাদী প্রাক্তন অজি অধিনায়ক। তিনি মনে করছেন যেভাবে রোহিত শর্মা নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় দলকে, তাতে যদি ভারতীয় দলের হাতে এবার বিশ্বকাপের ট্রফি আসে খুব একটা অবাক হবেন না তিনি। পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচে জেতার পর যে ভারতীয় দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে রয়েছে তা বলাই বাহুল্য।
চলতি বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধেই সেঞ্চুরী পেয়েছিলেন রোহিত শর্মা
আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। এরপরই পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। সেখানেও দুরন্ত ফর্ম ছিলেন রোহিত শর্মা। তাঁর হাত থেকেই দেখা গিয়েছিল ছয় ও চারের বন্যা। পাকিস্তানের বিরুদ্ধেও ৫০ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। সেইসঙ্গে তাঁর নেতৃত্ব নিয়েও প্রশংসায় পঞ্চমুখ সকলে। এমন পারফরম্যান্স দেখালে যে রোহিত শর্মার নেতৃত্বে ভারতই বিশ্বকাপের জয়ের প্রবল দাবীদার তা মানতে কোনওরকম দ্বিধা নেই দুবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং।
তিনি জানিয়েছেন, “তিনি সবসময়ই খুব স্থির রয়েছেন। বিশেষ করে তিনি যেই কাজই করেন তা অত্যন্ত স্থিরভাবে করছেন। এমনকী যেভাবে তিনি ব্যাটিং করছেন সেখানেও তাঁর প্রতিভার পরিচয় আমরা পাচ্ছি। তিনি একজন প্রতিভাবান ব্যাটার এবং সেই ধারা তিনি মাঠ এবং মাঠের বাইরেও ধরে রেখেছেন। আমরা একেবারেই বলতে পারি না যে তাদের ওপর কোনও চাপ নেই অথবা সেটা একেবারেই তাদের প্রভাবিত করবে না। এমনটা হতেই হবে। একটা প্রতিযোগিতার এটাই ধারা”।
আগামী ১৯ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। সেখানে জিততে পারলেই সেমিফাইনালের রাস্তাটা অনেকটা পাকা করে ফেলতে পারবে টিম ইন্ডিয়া। সেখানেও রোহিত শর্মা তাঁর দক্ষতার পরিচয় দিতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।
The post রোহিত শর্মার নেতৃত্বে বিশ্বকাপ জয়ের দাবীদার ভারত, মনে করছেন রিকি পন্টিং appeared first on CricTracker Bengali.










