প্রোটিয়াদের বিরুদ্ধে নেদারল্যান্ডসের জয় দেখে আপ্লুত সচিন তেন্ডুলকর

অক্টো. 18, 2023

Spread the love

Sachin Tendulkar. ( Image Source: Twitter )

ওডিআই বিশ্বকাপের মঞ্চে পরপর অঘটন। ইংল্যান্ডকে হারিয়ে প্রথম অঘটন ঘটিয়েছিল আফগানিস্তান। এরপরই বিশ্বকাপের ফের একটা অঘটনের স্বাক্ষী সকলে। চলতি ওডিআই বিশ্বকাপের মঞ্চে সেরা ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম জয় তুলে নিল নেদারল্যান্ডস। বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডসের এমন সাফল্যেই আপ্লুত সকলে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেদারল্যান্ডসের জয় দেখে আপ্লুত সচিন তেন্ডুলকর। ডাচ ক্রিকেটারদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভারতীয় দলের কিংবদন্তী ক্রিকেটার। শুধু তিনিই নন, এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডসের এমন পারফরম্যান্সে সলকলেই আপ্লুত।

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেমেছিল নেদারল্যান্ডস। ধারেভারে সেই ম্যাচে যে নেদারল্যান্ডস অনেকটা পিছিয়ে থেকেই মাঠে নেমেছিল তা বলার অপেক্ষা রাখে না। এমনকী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরুর দিকে উইকেট হারিয়ে চারপেও পড়ে গিয়েছিল ডাচ বাহিনী। কিন্তু এদিন ব্যাট হাতে নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস একাই বদলে দিয়েছিলেন সেই ছবিটা। ৭ উইকেট পড়ে গেলেও, সেই জায়গা থেকে নেদারল্যান্ডসের হাল ধরেছিলেন তাদের অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াইয়ে ফিরেছিল ডাচ বাহিনী।

৭৮ রান করে ম্যাচের সেরা হয়েছিলেন স্কট এডওয়ার্ডস

সেই পারফরম্যান্সটাই যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেদারল্যান্ডসের জয়ের রাস্তাটা পাকা করে দিয়েছিল তাও বলার অপেক্ষা রাখে না। দক্ষিণ আপ্রপিকার বিরুদ্ধে ব্যাটিং এবং বোলিং দুই ক্ষেত্রেই এগিন সফল হয়েছিল নেদারল্যান্ডস। তারকাখচিত প্রোটিয়া ব্যাটিং লাইনআপ কার্যত ধসে পড়েছিল ডাচদের দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্সের সামনে। সেখানেই পল ফান বিক থেকে ফান মিকরেনরা  দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের ক্রিজে দাঁড়ানোর সুযোগই দেননি এদিন। ডাচ ক্রিকেটারদের এমন পারফরম্যান্স দেখার পরই তাদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বিশ্ব ক্রিকেটের কিংবদন্তী সচিন তেন্ডুলকর।

This World Cup is throwing up interesting results!
Was nice to see the Netherlands Captain Scott Edwards lead from the front with a fighting knock after they were 140/7 at one stage.

What pleased me the most about them in the field was how they put the SA batters under pressure… pic.twitter.com/5YeQCyvJqo

— Sachin Tendulkar (@sachin_rt) October 17, 2023

তিনি জানিয়েছেন, “এই বিশ্বকাপ ক্রমশই একের পর এক চমকের ফলাফল দেখাচ্ছে। সবচেয়ে খুশি হয়েছি নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসের সামনে থেকে লড়াই করে তাঁর ইনিংসটা  নেদারল্যান্ডসকে লড়াইয়ে ফিরিয়েছিল। সেই সময় নেদারল্যান্ডসের রান ছিল ৭ উইকেটে ১৪০। সবথেকে ভাল তাদের যে জিনিসটা আমার ভাল লেগেছে তা হল নেদারল্যান্ডসের ফিল্ডিং সাজানোর পদ্ধতিটা। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের সিঙ্গল নেওয়ার সুযোগ বন্ধ করে ক্রমশই চাপ বাড়িয়েছিলেন তারা”।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এদিন ২৪৫ রান করেছিল নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকা এবার যে ফর্মে ছিল তাতে এই রান যে খুব একটা বেশী নয় , তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু নেদারল্যান্ডসের বোলারদের সামনে পারেনি তারা। সেখানে মাত্র ২০৭ রানেই শেষ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

The post প্রোটিয়াদের বিরুদ্ধে নেদারল্যান্ডসের জয় দেখে আপ্লুত সচিন তেন্ডুলকর appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador