Jasprit Bumrah. ( Image Source: Twitter )
বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে নামছে ভারত। সেই ম্যাচ সুরু হওয়ার আগেই ভারতীয় দলের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর। তাঁর মতে বাংলাদশের বিরুদ্ধে দলের অন্যতম সেরা তারকা জসলপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া প্রয়োজন। দীর্ঘমেয়াদী এই বিশ্বকাপে দলের তারকা ক্রিকেটারদের ১০০ শতাংশ ফিট পাওয়াটাই দলের কাছে অন্যতম প্রধান একটা বিষয়। সেই কথা মাথায় রেখেই জসপ্রীত বুমরাহকে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্রাম দেওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
এবারের বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের হয়ে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন জসপ্রীত বুমরাহ। পাকিস্তানের বিরুদ্ধেও জসপ্রীত বুমরার পারফরম্যান্স ছিল অসাধারণ । সেই ধারা যে তিনি আগামী দিনেও ধরে রাখতে মরিয়া হয়ে থাকবেন তা বলার অপেক্ষা রাখে না। সেই মতোই চলছে নানান হিসাব নিকাশ। সেই বাংলাদেশের বিরুদ্ধে নামার আগেই ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার পরামর্স দিচ্ছেন সুনীল গাভাসকর। তাঁর মতে সামনেই রয়েছে নিউ জিল্যান্ডের মতো দলের বিরুদ্ধে ম্যাচ।
পাকিস্তানের বিরুদ্ধে জোড়া উইকেট তুলে নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ
সেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে জসপ্রীত বুমরাহকে যে ভারতী. দলের সম্পূর্ণ ১০০ শতাংশ ফিট প্রয়োজন রয়েছে তা বলতে কোনও দ্বিধা নেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুবীল গাভাসকরের। সেই কারণেই বাংলাদেশের বিরুদ্ধে জসপ্রীত বুমরাহকে বিশ্রামের পরামর্শ দিচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর। যদিও শেষপর্যন্ত সিদ্ধান্ত তো ভারতীয় টিম ম্যানেজমেন্টই নেবে। যদি একান্তই জসপ্রীত বুমরাহকে না খেলানো হয় তবে সেই জায়গায় কোন ক্রিকেটারকে খেলানো হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
সুনীল গাভাসকর জানিয়েছেন, “জসপ্রীত বুমরাহকে সম্পূর্ণ ১০০ শতাংশ ফিট প্রয়োজন রয়েছে ভারতীয় দলের। পুণেতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের কয়েকদিনের মধ্যেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। দুই ম্যাচের মধ্যে বিরতিও যে খুবই কম তাও বলার অপেক্ষা রাখে না। সেখানে আবহাওয়ারও একটা পরিবর্তন দেখা যেতে চলেছে। আমি মনে করি যে এই ম্যাচে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া উচিত্ এবং সেই জায়গায় মহম্মদ সামিকেই খেলানো প্রয়োজন”।
পাকিস্তানের বিরুদ্ধেও জোড়া উইকেট তুলেছিলেন জসপ্রীত বুমরাহ। শুধু তাই নয় মহম্মদ রিজওয়ানের মতো তারকা ক্রিকেটারকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও যে জসপ্রীত বুমরাহ ভারতীয় দলের প্রধান অস্ত্র তা বলাই বাহুল্য। সেই কথা মাথায় রেখেই এমন পরামর্শ দিচ্ছেন সুনীল গাভাসকর।
The post বাংলাদেশের বিরুদ্ধে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়ার পরামর্শ সুনীল গাভাসকরের appeared first on CricTracker Bengali.










