Virat Kohli. ( Image Source: Twitter )
বিরাট কোহলির ৫০ তম সেঞ্চুরী কী এবারের বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে। এই প্রশ্নই এখন প্রতিটা ভারতীয় ক্রিকেট সমর্থকদের মুখে ঘোরাফেরা করছে। সেই প্রসহ্গেই এূার বিরাট এক মন্কব্য করলেন সুনীল গাভাসকর। একপ্রকার ভবিষ্যজদ্বানীই করলেন বলা চলে। এই বিশ্বকাপের মঞ্চেই নিজের জন্মদিনে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে ওডিআই ফর্ম্যাটে ৫০ টি সেঞ্চুরী করার রেকর্ড করবেন বিরাট কোহলি, মনে করছেন প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর। আর সেই কথা শোনার পর থেকেই যে শোশ্যাল মিডিয়ায় হৈচৈ শুরু হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
এবারের ওডিআই বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচ থেকেই বিরাট কোহলির ব্যাটে রয়েছ বড় রানের ঝলক। ইতিমধ্যে বাংলাদেশের বিরুদ্ধে একটি সেঞ্চুরীও করা হয়ে গিয়েছে বাংলাদেশের। সেখানেই কেরিয়ারের ৪৮ তম ওডিআই সেঞ্চুরী পেয়েছেন বিরাট কোহলি। সেই ধারা নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও ধরে রেখেছেন তারকা ক্রিকেটার বিরাট কোহলি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে অল্পের জন্য সেঞ্চুরী হাতছাড়া হয়েছে।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৫ রানের জন্য সেঞ্চুরী হাতছাড়া হয়েছিল বিরাট কোহলির
কিউই বাহিনীর বিরুদ্ধে মাত্র পাঁচ রানের জন্য সেঞ্চুরী হাতচাড়া হয়েছিল বিরাট কোহলির। সেই ম্যাচেই ওডিাই কেরিয়ারের ৪৯ তম সেঞ্চুরী পেয়ে যেতেন বিরাট কোহলি। আর তাতেই আপ্লুত সকলে। এবার সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর। আগামী ৫ নভেম্বর জন্মদিন বিরাট কোহলির। সুনীল গাভাসকর মনে করছেন এই দিনেই ওডিআই কেরিয়ারের ৫০ তম সেঞ্চুরী পাবেন বিরাট কোহলি। সুনীল গাভাসকরের এমন ভবিষ্যদ্বানীতে যে বিরাট কোহলি ভক্তরা উচ্ছ্বসিত তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
এই প্রসঙ্গে সুনীল গাভাসকর জানিয়েছেন, “বিরাট কোহলি ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেরিয়ারের ৫০তম ওডিআই সেঞ্চুরী পাবেন বিরাট কোহলি। সেটাই বিরাট কোহলির জন্মদিনের থেকে ভাল দিন আর কী হতে পারে। এটা এমন একটা জায়গা যেখানে তিনি সেঞ্চুরী করার পরই ইডেনের গ্যালারীতে যেমন থাকবে স্ট্যান্ডিং অভেশন এবং স্বাগত জানাবেন সকলে। সেখানে শুধুই নানান হুইসিল শোনাযাচ্ছিল। সেই মুহূর্তটাই যেকোনও ক্রিকেটারের কাছে বিরাট প্রাপ্তি”।
এই মুহূর্তে ৪৮টি ওডিআই সেঞ্চুরী করেছেন বিরাট কোহলি। আগামী ২৯ অক্টোবর বিশ্বকাপের ম়্চে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post বিরাট কোহলির ৫০তম ওডিআই সেঞ্চুরী নিয়ে বিরাট ভবিষ্যদ্বানী সুনীল গাভাসকরের appeared first on CricTracker Bengali.










