Aakash Chopra. (Photo Source: Facebook)
আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, এরপরই ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত ভারতের জয়ের ধারা অব্যহত থাকে নাকি ইংল্যান্ডের ঘুরে দাঁড়াতে পারে তা তো সময়ই বলবে। লখনউতে এবারের বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই প্রথম একাদশ কী হবে তা নিয়ে নানান হিসাব নিকাশ চলেছে। সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনকে দলে নেওয়ার ব্যপারে ভারতীয় দলের একেবারে ভাবা উচিত্ নয়। সেই সিদ্ধান্ত ভুল হবে বলেই মনে করছেন তিনি।
বিশ্বকাপের মঞ্চে সেমিফাইনালের লক্ষ্যে নিজেদের টিকিট পাকা করতে হলে এই ম্যাচে জিততেই হবে ভারতীয় দলকে। অন্যদিকে ইংল্যান্জের সামনেও রয়েছে কঠিন চ্যালেঞ্জ। পরপর ম্যাচ হেরে কার্যত সেমিপাইনালের থেকে অনেকটাই দূরে চলে গিয়েছে তারা। এই ম্যাচ সুরু হওয়ার আগে থেকেই রবিচন্দ্রন অশ্বিনের খেলা নিয়ে নানান গুঞ্জন শুরু হয়েছে। বহু প্রকাক্তন তেকে বিশেষজ্ঞরা রবিচন্দ্রনম অশ্বিনকে খেলানোর পরামর্শ দিচ্ছেন এই ম্যাচে।
চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত একটি ম্যাচই খেলেছেন রবিচন্দ্রন অশ্বিন
কয়েকদিন আগে হরজন সিং তো বলেই দিয়েছিলেন যে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল তিন স্পিনারে খেললে তিনি একেবারেই অবাক হবেন না। যদিও সেই মতের সঙ্গে খুব একটা মিল নেই আকাস চোপড়ার। বরং ইংল্যান্ডের বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনকে না খেলানোর পরামর্শই দিচ্ছেন এই প্রাক্তন ক্রিকেটার। তাঁর মতে আইপিএলের সঙ্গে এই মুহূর্তে এই পিচের কোনওরকম মিল নেই। কালো মাটির পিচ এবারের বিশ্বকাপে এখানে নেই। সেই কারণেই এই পিচে তিন স্পিনার নিয়ে খেলার পক্ষে মত দিতে পারছেন না প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।
তিনি জানিয়েছেন, “আইপিএলে যে কালো মাটির পিচ এখানে ছিল এবার কিন্তু একেবারেই তা নয়। এবারে লখনউতে লাল মাটির পিচ তৈরি করা হয়েছে এবং সেখানে পেস ও বাউন্সের আধিক্য রয়েছে। সেইসঙ্গে এখানে শিশিরের সমস্যাও রয়েছে। এখানে সবসময়ই মাথায় রাখতে হবে যে কোনও দল যদি দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ে নামতে হয় এবং সেখানে তিনজন স্পিনার রয়েছেন। বলও কিন্তু সেই সময় অনেকটাই বেশী ভিজে যাবে। সেখানে খেলা কিন্তু প্রতিপক্ষের হাতেই চলে যাবে”।
এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে একটি ম্যাচ খেলেছেন রবিচন্দ্রন অশ্বিন। সেই ম্যাচে অবশ্য অসাধারণ কোনও পারফরম্যান্স দেখাননি তিনি। তবে ইংল্যান্ডের ক্রিকেটারদের স্পিন খেলার সমস্যার চিত্র দেখে অনেকেই অশ্বিনকে খেলানোর একটা পরামর্শ দিচ্ছেন। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।
The post ইংল্যান্ডের বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনকে না খেলানোর পরামর্শ আকাশ চোপড়ার appeared first on CricTracker Bengali.










