Sachin Tendulkar Statue. ( Image Source: Twitter )
বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে ভারতীয় দল। সেই ম্যাচ শুরু হওয়ার ২৪ ঘন্টা আগেই জমজমাট ওয়াংখেড়ে স্টেডিয়াম। না ভারতীয় দলের জন্য নয়। বিশ্বকাপ চলাকালীনই ওয়াংখেড়ে স্টেডিয়ামে উন্মোচন হল জীবন্ত কিংবদন্তী সচিন তেন্ডুলকরের মূর্তি। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে খুব একটা বেশী সময় নেয়নি। মাস্টার ব্লাস্টারের সামনেই সেই মূর্তি উন্মোচন হল এদজিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সপরিবারে সচিন তেন্ডুলকর যেমন সেখানে উপস্থিত ছিলেন। তেমনই উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মূখ্যমন্ত্রী এবং বোর্ড সচিব জয় শাহ।
বেশ কয়েকদিন ধরেই সচিন তেন্ডুলকরের মূর্তি উন্মোচন নিয়ে জল্পনাটা শুরু হয়েছিল। শোনা গিয়েছিল মাস্টার ব্লাস্টারের ৫০ তম জন্মদিনে উন্মোচন হতে এই মূর্তিটি। কিন্তু বিশ্বকাপের মতো মঞ্চে সেই মূর্তি উন্মোচনের সুযোগ হাতছাড়া করতে চায়নি মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার কর্তা থেকে বিসিসিআই। ২ নভেম্বর এবারের বিশ্বকাপের মঞ্চে প্রথমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে নামবে ভারতীয় দল। তার আগের দিনই মাস্টার ব্লাস্টারের সেই মূর্তি উন্মোচন হয়ে গেল। ক্রিকেটের বাইশগজে সচিন তেন্ডুলকের বিশেষ একটি শট খেলার আদলেই তৈরি হয়েছে সেই মূর্তি।
১০ বছর আগে এই মাঠেই দেশের জার্সিতে কেরিয়ারের শেষ ম্যাচ খেলেছিলেন সচিন তেন্ডুলকর
শেষবার এই মাঠেই দেশের জার্সিতে খেলেছিলেন সচিন তেন্ডুলকর। এরপর থেকে আর ঘরের মাঠে ভারতের জার্সিতে দেখা যায়নি বিশ্ব ক্রিকেটের সেরা আইকনকে। এবার তাঁকেই পাকাপাকি ভাবে ওএয়াংখেড়ে স্টেডিয়ামে রাখার ব্যবস্থা হয়ে গেল। সচিন তেন্ডুলকেরর নামে স্ট্যান্ড আগেই করা হয়ে গিয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেই স্ট্যান্ডের পাশেই এবার শোভৈা পাবে মাস্টার ব্লাস্টারের মূর্তিও। সচিনের সামনেই উদ্বোধন হয়ে গেল সচিন তেন্ডুলকরের সেই মূর্তি। সচিন তেন্ডুলকরের উপস্থিতিতে যে সেই অনুষ্ঠানার ঔজ্ব্বল্য আরও বেড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
Sachin Tendulkar statue unveiled at the Wankhede stadium.#SachinTendulkar #Wankhedestadium pic.twitter.com/NSkOIuE81V
— रोहित जुगलान Rohit Juglan (@rohitjuglan) November 1, 2023
এখনও পর্যন্ত বিশ্ব ক্রিকেটে এমন কোনও রেকর্ড নেই যা সচিন তেন্ডুলকর তৈরি করতে পারেননি। বিশ্ব ক্রিকেটের মঞ্চে প্রথম ক্রিকেটার হিসাবে সব ধরণের ফর্ম্যাট মিলিয়ে সেঞ্চুরীর সেঞ্চুরী রয়েছে সচিন তেন্ডুলকরের। তাঁর পিছনে বিরাট কোহলি থাকলেও, সেই রেকর্ড ভাঙা যে খুব একটা সহজ নয় তা বলার অপেক্ষা রাখে না। এছাড়া সব ধরণের ফর্ম্যাট মিলিয়ে এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান রয়েছে সচিন তেন্ডুলকরের।
এই মাঠেই কেরিয়ারের প্রথম বিশ্বকাপ জিতেছিলেন সচিন তেন্ডুলকর। এছাডা় ওয়াংখেড়ে স্টেডিয়ামের সঙ্গে সচিন তেন্ডুলকরের রয়েছে বহু স্মৃতি। সেখানেই এবার মাস্টার ব্লাস্টারের মূর্তি।
The post ওয়াংখেড়ে স্টেডিয়ামে উন্মোচন হল সচিন তেন্ডুলকরের মূর্তি appeared first on CricTracker Bengali.










