ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর মঞ্চে নিউজিল্যান্ডকে ১৯০ রানে হারাল দক্ষিণ আফ্রিকা। এই নিয়ে টানা তিনটি ম্যাচে হারল নিউজিল্যান্ড। অন্যদিকে, এই টুর্নামেন্টে এটি ছিল টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দলের ষষ্ঠতম জয়।
এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। তবে এই সিদ্ধান্ত তাদের বিরুদ্ধেই গেছে। দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৪ উইকেটে ৩৫৭ রান করতে সক্ষম হয়। কুইন্টন ডি কক এবং রাসি ফান ডার ডুসেনের ব্যাট থেকে শতরান আসে। তাদের দুজনের মধ্যে ২০০ রানের একটি দুর্ধর্ষ পার্টনারশিপ গড়ে ওঠে। ডি কক ১০টি চার এবং ৩টি ছয় সহ ১১৬ বলে ১১৪ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। অন্যদিকে, ফান ডার ডুসেন ৯টি চার এবং ৫টি ছয় সহ ১১৮ বলে ১৩৩ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন।
ডেভিড মিলারও ভালো রান পান। তিনি ৩০ বলে ৫৩ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ২টি চার এবং ৪টি ছয় মারেন। অধিনায়ক টেম্বা বাভুমা ব্যাট হাতে শুরুটা বেশ ভালোভাবে করেছিলেন, কিন্তু তিনি সেটিকে বড় ইনিংসে রূপান্তরিত করতে পারেননি। তিনি ২৮ বলে ২৪ রান করে নিজের উইকেট হারান। হেনরিখ ক্লাসেন ৭ বলে অপরাজিত ১৫ রান করতে সক্ষম হন। এডেন মার্করাম ১ বলে ৬ রান করে অপরাজিত থাকেন। টিম সাউদি ২টি উইকেট পান। অন্যদিকে, ট্রেন্ট বোল্ট এবং জেমস নিশাম ১টি করে উইকেট শিকার করেন।
১৪.৩ ওভার বাকি থাকতেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড
রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয় নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে ৬ বলে মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। আরেক ওপেনার উইল ইয়ং ৩৭ বলে ৩৩ রান করেন। রাচিন রবীন্দ্র স্কোরবোর্ডে বেশি রান যোগ করতে পারেননি। তিনি ১৬ বলে মাত্র ৯ রান করে আউট হন। ড্যারিল মিচেল ৩০ বলে ২৪ রান করতে সক্ষম হন। অধিনায়ক টম ল্যাথামও ব্যাট হাতে ব্যর্থ হন। তিনি ১৫ বলে ৪ রান করেন। মিচেল স্যান্টনার এবং টিম সাউদি যথাক্রমে ১৮ বলে ৭ রান এবং ১১ বলে ৭ রান করতে সক্ষম হন। জেমস নিশাম এই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি। গ্লেন ফিলিপস এই ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন। তিনি ৫০ বলে ৬০ রানের একটি দারুণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৪টি চার এবং ৪টি ছয়। শেষমেশ ৩৫.৩ ওভারে ১৬৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।
এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার সবথেকে সফল বোলার ছিলেন কেশব মহারাজ। তিনি ৯ ওভারে ৪৬ রানের বিনিময়ে ৪টি উইকেট পান। মার্কো জ্যানসেন ৩টি উইকেট নিতে সক্ষম হন। জেরাল্ড কোয়েটজি ২টি উইকেট নেন। কাগিসো রাবাডা ১টি উইকেট পান।