Virat Kohli and KL Rahul. (Photo Source: PUNIT PARANJPE/AFP via Getty Images)
বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে ভারতীয় দল। এরপরই ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচ ঘেরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখার জন্য টিকিটের চাহিদাও এই মুহূর্তে তুঙ্গে রয়েছে। সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যেদিন ভারতীয় দল মাঠে নামবে সেদিনই আবার বিরাট কোহলির জন্মদিন। ইডেন ম্যাচের আগে গোটা ময়দান মারপ্কেট জুড়ে শুধুই বিরাট কোহলির জার্সির চাহিদা। অন্যান্য সমস্ত জার্সির থেকে বিরাট কোহলির ১৮ নম্বর জার্সির চাহিদাই এবার চোখে পড়ার মতো।
জন্মদিনের মঞ্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচে দলসের সাফল্যের অপেক্ষায় যেমন সকলে রয়েছেন। তেমনই জন্মদিনে বিরা কোহলির ব্যাট থেকে বড় রানের প্রত্যাশাতেও রয়েছেন সকলে। বিরাট কোহলির জন্মদিনে তাঁর জন্য় গলা ফটাতে প্রস্তুত ইডেনের অসংখ্য বিরাট ভক্ত। এখন শুধুই বিরাট কোহলির মাঠে নামার অপেক্ষাতে রয়েছেন সকলে। তার আগেই বিরাট কোহলির জার্সির চাহিদা কলকাতার ময়দান মার্কেটে তুঙ্গে।
বিশ্বকাপেই সচিনের ওডিআই সেঞ্চুরীর রেকর্ড ছুঁয়েছেন বিরাট কোহলি
এবারের বিশ্বকাপের মঞ্চে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। একের পর এক ম্যাচে অসাধারণ পারফর্ম্যান্স দেখাচ্ছেন এই তারকা ক্রিকেটার। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। এই মুহূর্তে বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি। সেইসঙ্গে একটি সেঞ্চুরীও করা হয়ে গিয়েছে এই তারকা ক্রিকেটারের ঝুলিতে। সেই বিরাট কোহলির মাঠে নামার অপেক্ষাতেই রয়েছেন কলকাতাবাসী। ইডেনে বিরাট কোহলির জন্মদিনের মঞ্চে যে দর্শকদের গায়ে ১৮ নম্বর জার্সিই দেখা যাবে তা বলার অপেক্ষা রাখে না।
টাইমস অব ইন্ডিয়াকে ময়দান মার্কেটের একজন বিক্রেতার তরফে জানানো হয়েছে, এই বছর জার্সির চাহিদা কার্যত তুঙ্গে রয়েছে। সেখানে বেশীরভাগ লোকই ১৮ নম্বর জার্সির খোঁজ করছেন। আমি এখানে বেশীরভাগইউ অন্যান্য ক্রিকেটারদের জার্সি বদলে সেখানে বিরাট কোহলির জার্সিই রাখা সুরু করেছি। এই মুহূর্তে আমার কাছে অন্তত ১৫০০ জার্সি রয়েছে এবং আমি আত্মবিশ্বাসী যে সেই সমস্ত জার্সি এই রবিবারের দুপুরের মধ্যেই বিক্রী হয়ে যাবে।
শেষ ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বড় রান পেয়েছিলেন বিরাট কোহলি। যদিও মাত্র পাঁচ রানের জন্য সেখানে সেঞ্চুরী হাতছাড়া হয়েছিল এই তারকা ক্রিকেটারের। এই মুহূর্তে ৪৮টি সেঞ্চুরীর মালিক বিরাট কোহলি। ইডেন গার্ডেন্সে জন্মদিনেই ওডিআই ফর্ম্যাটে সটিন তেন্ডুলকরের সেঞ্চুরীর রেকর্ড তিনি ভেঙে দিতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post ইডেনে ম্যাচের আগে বিরাট কোহলির জার্সির চাহিদা তুঙ্গে appeared first on CricTracker Bengali.










