Glenn Maxwell. (Photo Source: Robert Cianflone/Getty Images)
মঙ্গলবার আফগানিস্তানের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। চলতি বিশ্বকাপের মঞ্চে এটাই যে এই মুহূর্তে সেরা পারফরম্যান্স তা বলার অপেক্ষা রাখে না। সচিন তেন্ডুলকর তো এই পারফরম্যান্সকে তাঁক চোখে দেখা বিশ্বকাপের মঞ্চে সেরা বলেই দিয়েছেন। আফগানিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে যেমন কঠিন পরিস্থিতি থেকে সামাল দিয়েছেন, তেমনই দ্বিশতরানের ইনিংস খেলে অস্ট্রেলিয়ার সেমিফাইনালের টিকিটও পাকা করে দিয়েছেন তিনি। ওয়াংখেড়ের বাইশগজে সেই দ্বিশতরানের ইনিংস খেলার পাশাপাশি একাধিক রেকর্ডও গড়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।
বিশ্বকাপের মঞ্চে দ্বিশতরান হলেও রান তাড়া করতে নেমে কোনও ক্রিকেটারই তা করতে পারেননি। সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। একইরকমভাবে ভেঙেছেন একাধিক রেকর্ড। কপেল দেবের ছয় নম্বরে ব্যাটিং করতে নেমে সর্বাধিক রানের রেকর্ড যেমন ভেঙেছেন গ্লেন ম্যাক্সওয়েল। তেমনই রান তাড়া করতে নেমে প্রথম ক্রিকেটার হিসাবে ২০০ রানের ইনিংস খেলার ইতিহাস গড়েছেন তিনি। মঙ্গলবারের পর থেকে গ্লেন ম্যাক্সওয়েলের কথাই যে এখন সকলের মুখে মুখে ঘুরছে তা বলার অপেক্ষা রাখে না।
ওডিআই বিশ্বকাপে ছয় নম্বরে নেমে সর্বোচ্চ রান গ্লেন ম্যাক্সওয়েলের
১৯৮৩ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে কপিল দেবের সেই পারফরম্যান্স এখনও সকলের স্মৃতিতে টাটকা রয়েছে। ২০২৩ সালে তাঁর দেশে দাঁড়ডিয়েই সেই রেকর্ড ভেঙে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপের মঞ্চে রান তাড়া করতে নেমে ছয় নম্বরে ব্যাটিং করে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছেন ম্যাক্সওয়েল। ১৯৮৩ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন কপিল দেব। এখনও পর্যন্ত সেটাই ছিল সর্বোচ্চ। এদিন আফগানিস্তানের বিরুদ্ধে গ্লেন ম্যাক্সওয়েল খেলেছিলেন ২০১ রানের অপরাজিত ইনিংস।
ওডিআই বিশ্বকাপে দ্রুততম দ্বিশতরান
ওডিআই বিশ্বকাপের মঞ্চে এাই অবশ্য প্রথম নয়। এর আগেও বিশ্বকাপের মঞ্চে ২০০ রানের ইনিংস খেলেছেন ক্রিকেটাররাষ। ২০১৫ সালেই ক্রিস গেইল জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রানের ইনিংস খেলেছিলেন। সেখানেই মার্টিন গাপটিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেছিলেন ২৩৭ রান। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের সকলের রেকর্ডই ভেঙে দিয়েছেন। ওডিআই বিশ্বকাপের মঞ্চে দ্রুততম দ্বিশতরানের রেকর্ড গড়েছেন তিনি। ১২৮ বলে ২০১ রানের ইনিংস খেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল।
ওডিআই ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসাবে রান তাড়া করতে নেমে দ্বিশতরান
এর আগে ওডিআই ক্রিকেটে একাধিকবার দ্বিশতরান করতে দেখা গিয়েছে ক্রিকেটারদের। কিন্তু কখনোও রান তাড়া করতে দেখা যায়নি। প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময়ই বেশীরভাগ ক্রিকেটারদের দ্বিশতরানের ইনিংস খেলতে দেখা গিয়েছে। গ্লেন ম্যাক্সওয়েল সেখানেও গড়েছেন এক অনন্য রেকর্ড। প্রথম ক্রিকেটার হিসাবে ওডিআই ক্রিকেটের মঞ্চে রান তাড়া করতে নেমে দ্বিশতরপানের ইনিংস খেলেছেন তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে ২০১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন এই তারকা ক্রিকেটার।
The post আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিশতরান করে একাধিক রেকর্ডের মালিক গ্লেন ম্যাক্সওয়েল appeared first on CricTracker Bengali.










