South Africa ODI team. (Photo Source: X(Twitter)
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া বলেছেন যে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সময় সমস্যার সম্মুখীন হয়। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ রান তাড়া করতে নেমে এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে দক্ষিণ আফ্রিকা।
জিও সিনেমাতে আকাশ চোপড়া বলেন, “দক্ষিণ আফ্রিকা তাদের শেষ ম্যাচে বিশাল ব্যবধানে হেরেছিল, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা তাদের জন্য একটি সমস্যা। রান তাড়া করতে গিয়ে তারা নেদারল্যান্ডস ও ভারতের বিরুদ্ধে হেরেছিল। তারা শুধুমাত্র পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করে জিতেছিল, কিন্তু সেটি সহজ ম্যাচ ছিল না। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থানে থাকলেও রান তাড়া করতে গিয়ে তাদের অর্ধেক শক্তি কমে গিয়েছিল। তারা জয় নিয়ে সেমিফাইনালে যেতে চাইবে, কিন্তু টসে জিতে আগে বোলিং করার সাহস কি তাদের হবে? আমি এটা সম্পর্কে খুব নিশ্চিত নই।”
আকাশ চোপড়া আফগানিস্তানের সেমিফাইনালে পৌঁছনোর সম্ভাবনা এবং ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ তাদের সামগ্রিক পারফরম্যান্সের ব্যাপারেও কথা বলেছেন। ১০ই নভেম্বর, শুক্রবার, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমেছে হসমতউল্লাহ শাহিদীর নেতৃত্বাধীন দল।
প্রাক্তন ভারতীয় ওপেনার বলেন, “অন্যদিকে, আফগানিস্তান যদি দক্ষিণ আফ্রিকাকে ৪৩৮ রানে হারাতে সক্ষম হয় তাহলে তারা সেমিফাইনালে যেতে পারবে এবং তাই সেমিফাইনালে তাদের যাত্রাও কমবেশি শেষ। এই বিশ্বকাপে তাদের যাত্রা অসাধারণ হলেও শেষ ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের ধাক্কা তাদের আশা শেষ করে দিয়েছিল। তারা এই টুর্নামেন্টে যেভাবে পারফর্ম করেছে তাতে তারা মাথা উঁচু করে থাকবে। তবে এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ফেভারিট হিসেবে শুরু করবে।”
ভারতের কাছে ২৪৩ রানে হেরেছিল দক্ষিণ আফ্রিকা
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ সব মিলিয়ে বেশ ভালো পারফরম্যান্সের প্রদর্শনই করেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু ভারতের বিরুদ্ধে তাদের পারফরম্যান্স খুবই খারাপ ছিল। এই ম্যাচটি পুরোপুরিভাবে একতরফা ছিল। ভারত প্ৰথমে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেটে ৩২৬ রানে পৌঁছেছিল। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার কোনো বোলারই একটির বেশি উইকেট নিতে পারেননি।
রান তাড়া করতে নেমে ভারতের বোলারদের সামনে ধরাশায়ী হয়েছিল টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দল। দক্ষিণ আফ্রিকার একজন ব্যাটারও ১৫ রানের গন্ডি টপকাতে পারেনি। শেষমেশ মাত্র ৮৩ রানে তাদের ইনিংস শেষ হয়ে গিয়েছিল। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা জয় পায় কিনা সেটাই এখন দেখার বিষয়।
The post “দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দক্ষিণ আফ্রিকার জন্য সমস্যা” – আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.










