চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আহমেদাবাদের উদ্দেশে রওনা দিল রোহিত শর্মা অ্যান্ড কো

নভে. 16, 2023

Spread the love

India Team. ( Photo Source: Surjeet Yadav/Getty Images )

ঠোট আর কাপের মধ্যে দুরন্ত এখন শুধু একটা ম্যাচের। আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদেই হবে  শেষ ফয়সালা। সেমিফাইনালে নিউ জিল্যান্ডকে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে টিম ইন্ডিয়া। এবার লক্ষ্য ফাইনাল। আগামী ১৯ নভেম্বর আহমেদাহবাদে হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপের ফাইনাল। সেখানেই শেষপর্যন্ত কোন দলের মুখে হাসি ফোটে তা তো সময়ই বলবে। বৃহস্পতিবার সেই লক্ষ্যেই আহমেদাবাদের উদ্দেশে রওনা দিল টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। এখন শুধুই বিশ্বকাপ জয়ের স্বপ্ন সকলের চোখে।

শেষ ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেমেছিল ভারতীয় দল। শেষ কয়েক মরসুম ধরে আইসিসির নক আউটে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে  ব্যর্থ হয়েই সাজঘরে ফিরতে হচ্ছিল ভারতীয় দলকে। এই ম্যাচের আগেও সেই বিষয় নিয়েই চর্চা ছিল তুঙ্গে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে গোটা ক্রিকেট বিশ্ব। শেষপর্যন্ত জয়ের খরা কাটিয়ে নিউ জিল্যান্ডকে হারিয়েই বিশ্বকাপের ফাইনালে নিজেদের জায়গাটা পাকা করে ফলেছে টিম ইন্ডিয়া।

টানা ১০ ম্যাচ জিতে অপরাজিত তকমা ধরে রেখেছেন রোহিত শর্মারা

সেই ম্যাচে ভারতীয়. দলের ব্যাটাররা যেমন নিজেদের সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন। তেমনই বোলারাও ছিলেন দুর্ধর্ষ ফর্মে। ব্যাট হাতে বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার থেকে শুভমন গিলরা ছিলেন বিধ্বংসী মেজাজে। এই ম্যাচেই ওডিআই ফর্ম্যাটে কেরিয়ারের ৫০তম সেঞ্চুরী করার রেকর্ড গড়েছিলেন বিরাট কোহলি। একইসঙ্গে এই ম্যাচে বিধ্বংসী সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন শ্রেয়স আইয়ারও। এই পারফরম্যান্স যে ফাইনালের আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না। বৃহস্পতিবারই আহমেদাবাদ পৌঁছে যাবে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

VIDEO | Indian cricket team leaves from Mumbai for Ahmedabad where World Cup final is scheduled to be played on Sunday.#ICCWorldCup2023 pic.twitter.com/6IHaV2V0ak

— Press Trust of India (@PTI_News) November 16, 2023

এই মুহূর্তে বিশ্বকাপের মঞ্চে টানা ১০ ম্যাচ জিতে অপরাজিত তকমা ধরে রেখেছে ভারতীয় দল। বিশ্বকাপের মঞ্চে একমাত্র অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার। ২০০৩ ও ২০০৭ সালে সেই রেকর্ড গড়েছিল তারা। এই মুহূর্তে ভারতীয় দলও অপরাজিত তকমা ধরে রেখেছে। অপরাজিত তকমা ধরে রেখে তারা চ্যাম্পিয়নের মুকুট মাথায় তুলতে পারে কিনা সেটা তো সময়ই বলবে।

সেই লক্ষ্য নিয়েই বৃহস্পতিবার মুম্বই থেকে আহমেদাবাদের উদ্দেশে রওনা দিয়েছে ভারতীয় দল। শুক্রবার থেকেই ফাইনালের প্রস্তুতিতে নেমে পড়বেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া থেকে এখন মাত্র এক ম্যাচ দূরে দাঁড়িয়ে রয়েছেন রোহিত শর্মারা। রবিবার সেই স্বপ্নও পূরণ হয় কিনা সেটাই দেখার।

The post চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আহমেদাবাদের উদ্দেশে রওনা দিল রোহিত শর্মা অ্যান্ড কো appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador