Mohammed Shami. ( Image Source: BCCI )
সেমিফাইনাল পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে পাঁচটি ম্যাচ খেলেছেন মহম্মদ সামি। আর তাতেই চলতি বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে গিয়েছেন তিনি। ফাইনাল সুরু হওয়ার আগে মহম্মদ সামিকে নিয়ে বিরাট বার্তা দিলেন প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিং। তাঁর মতে এই বিশ্বকাপের সেরা ক্রিকেটারের পুরস্কার মহম্মদ সামির হাতেই ওঠা উচিত্। চলতি বিশ্বকাপের মঞ্চে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন মহম্মদ সামি। শেষ ম্যাচে সেমিফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তাঁরক সাত উইকেচ এখনও সকলের স্মৃতিতে টাটকা রয়েছে।
২০১১ সালে অসাধারণ পারফরম্যন্স দেখিয়ে ওডিআই বিশ্বকাপের সেরা ক্রিকেটার হয়েছিলেন যুবরাজ সিং। এবার সেই তারকার মুখেই মহম্মদ সামির কথা। চলতি বিশ্বকাপের মঞ্চে যেভাবে মহম্মদ সামি তাঁক পারফরম্যান্স প্রদর্শন করছেন তাতেই আপ্লুত যুবরাজ সিং। সেই কথা মাথায় রেখেই এবার মহম্মদ সামিকে নিয়ে উচ্ছ্বসিত যুবরাজ সিং। তাঁর মতে এবারের বিশ্বকাপের মঞ্চে মহম্মদ সামিই একমাত্র ক্রিকেটার যাঁর সেরা ক্রিকেটারের পুকস্কার পাওয়া উচিত্। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
চলতি বিশ্বকাপের মঞ্চে ৫ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন মহম্মদ সামি
এই প্রসঙ্গে যুবরাজ সিং জানিয়েছেন, “রিজার্ভ বেঞ্চে সবসময়ই ভাবতের ম্যাচ উইনার ছিলেন। আমি কখনোই বলব না যে হার্দিক পান্জিয়ার চোট হওয়াটা আশীর্বাদের মতো। কিন্তু সকলেই মহম্মদ সামি কেমন পারফরম্যান্স করেন সেদিকেই তারই অপেক্ষায় ছিলেন। আর যেভাবে নিজের আগুনে পারফরম্যান্স দেখিয়েছেন তিনি, তাতেই সকলে আপ্লুত হয়েছে। আমার মতে এই বিশ্বকাপের মঞ্চে সেরা ক্রিকেটারের পুরস্কার যদি কারোর প্রাপ্য হয় তবে তিনি মহম্মদ সামি ছাড়া আর কেউ নন”।
এই মুহূর্তে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেটের মালিক মহম্মদ সামির। এখনও পর্যন্ত মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি। সেখানেই ২৩টি উইকেট তুলে নিয়েছেন মহম্মদ সামি। ভেঙে দিয়েছেন একের পর এক রেকর্ড। সেইসঙ্গেই জাহির খানকেও ছাপিয়ে গিয়েছেন মহম্মদ সামি। বুধবার কেরিয়ারের শততম ওডিআই ম্যাচে নেমেছিলেন মহম্মদ সামি। সেখানেই নিজের সেরা পারফরম্যান্স দেখালেন এই তারকা ক্রিকেটার।
প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ওডিআই বিশ্বকাপের মঞ্চে ৫০টি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। একইসঙ্গে তিনিই দ্রুততম ক্রিকেটার হিসাবে বিশ্বকাপের মঞ্চে তুলে নিয়েছেন ৫০ উইকেট। মহম্মদ সামির এই পারফরম্যান্স নিয়েই এখন চর্চা সকলের মুখে। ফাইনালের মঞ্চেও মহম্মদ সামি সেই একই পারফরম্যান্স বজায় রাখতে পারেন কিনা সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে।
The post মহম্মদ সামিকেই বিশ্বকাপের সেরা ক্রিকেটার হিসাবে দেখছেন যুবরাজ সিং appeared first on CricTracker Bengali.










