Virat Kohli. (Photo Source: MONEY SHARMA/AFP via Getty Images)
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। এই ম্যাচে প্ৰথমে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে ১০ উইকেটে ২৪০ রানে পৌঁছয় ভারত। বিরাট কোহলি এবং কেএল রাহুল অর্ধশতরান করতে সক্ষম হন। রাহুল দলের হয়ে সর্বোচ্চ রান করেন। তিনি ১০৭ বলে ৬৬ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অন্যদিকে, বিরাট ৪টি চার সহ ৬৩ বলে ৫৪ রানের একটি দারুণ ইনিংস খেলেন। তারা দুজনে মিলে ৬৭ রানের একটি সুন্দর পার্টনারশিপ করেন।
বিরাট কোহলি এই বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন এবং একাধিক রেকর্ড ভেঙেছেন। চলতি ওডিআই বিশ্বকাপে তিনি ১১টি ইনিংস খেলেছেন এবং ৭৬৫ রান করেছেন। তিনি এই রান ৯৫.৬২ গড় এবং ৯০.৩১ স্ট্রাইক রেটের সাথে করেছেন। এই টুর্নামেন্টে তিনি ৩টি শতরান এবং ৬টি অর্ধশতরান করেছেন। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১৩ বলে ১১৭ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর মঞ্চে একটি বিশেষ রেকর্ড করেছেন বিরাট কোহলি। তিনি প্ৰথম ব্যাটার হিসেবে ওডিআই ক্রিকেটে ৫০টি অর্ধশতরান করার রেকর্ড করেছেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকরের ৪৯টি ওডিআই শতরানের রেকর্ড ভেঙে দিয়েছিলেন তিনি। এছাড়াও একটি ওডিআই বিশ্বকাপে সবথেকে বেশি ৫০+ রান করার রেকর্ড করেছেন এই অভিজ্ঞ ভারতীয় ব্যাটার।
অস্ট্রেলিয়ার সামনে ২৪০ রানের লক্ষ্য রাখতে সক্ষম হয়েছে ভারত
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে ৫০ ওভারে ১০ উইকেটে ২৪০ রান করতে সক্ষম হয়েছে ভারত। অস্ট্রেলিয়ার বোলাররা খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। এই ম্যাচে অস্ট্রেলিয়ার সবথেকে সফল বোলার ছিলেন মিচেল স্টার্ক। তিনি ১০ ওভারে ৫৫ রান দেন এবং ৩টি উইকেট তুলে নেন। বাকি দুই পেসার প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউড যথাক্রমে ১০ ওভারে ৩৪ রান এবং ১০ ওভারে ৬০ রানের বিনিময়ে ২টি করে উইকেট শিকার করেন। দুই স্পিনার গ্লেন ম্যাক্সওয়েল এবং অ্যাডাম জাম্পা ১টি করে উইকেট নেন।
রান তাড়া করতে নেমে ইতিমধ্যেই ৩টি উইকেট হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ এবং স্টিভ স্মিথ প্যাভিলিয়নে ফিরে গেছেন। শেষমেশ ভারতীয় দল অস্ট্রেলিয়াকে হারাতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।
The post সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার হিসেবে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ অভিযান শেষ করলেন বিরাট কোহলি appeared first on CricTracker Bengali.










