Ravichandran Ashwin. ( Image Source: Twitter )
এবারের ওডিআই বিশ্বকাপের ম়ঞ্চে ণাত্র একটি ম্যাচ খেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এরপর গোটা বিশ্বকাপটা ডাগ আউটে বসেই কেটে গিয়েছিল তাঁর। ফাইনালের আগে তাঁকে খেলানো নিয়ে একটা গু়্জন সুরু হলেও শেষপর্যন্ত রবিচন্দ্রন অশ্বিনকে না খেলানোর সিদ্ধান্তই নেওয়া হয়েছিল। কেন অশ্বিনকে খেলানো হচ্ছে না তা নিয়েও নানান প্রশ্ন উঠতে শুরু করেছিল। অবশেষে সেই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। হার্দিক পান্ডিয়ার চোট পয়ে চিটকে যাওয়াটাই যে তাঁর সুযোগ নষ্ট করে দিয়েছিল, জানাতে দ্বিধা করলেন না এই তারকা ক্রিকেটার।
এবারের বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখালেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছেই হারতে হয়েছিল ভারতীয় দলকে। সেই পারফরম্যান্সের পর ভারতীয় দল গঠন থেকে নানান বিষয় নিয়ে চলছে কাটাছেড়ে। সেখানেই অন্যতম প্রধান বিষয় হল রবিচন্দ্রন অশ্বিনকে না খেলানোর সিদ্ধান্ত। সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন খোদ রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় দলের পরিকল্পনাট থাকলেও কেন শেষপর্যন্ত তাঁকে খেলানো হল না সেটাই জানালেন তিনি।
এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন
এবারের বিশ্বকাপে সবকিছু ঠিকঠাকভাবেই চলছিল ভারতীয় দলের। সেখানেই ধরমশালায় লিগ পর্বে নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই খেলার কথা ছিল রবিচন্দ্রন অশ্বিনের। কিন্তু তার আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন ভারতীয় দলের তারকা অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া। তাঁর পরিবর্তে খেলানোর মতো অল রাউন্ডার ভারতীয় শিবিরে ছিল না। আর সেই জন্যই রবিচন্দ্রন অশ্বিনের কথা ভাবা হলেও শেষপর্যন্ত তাঁকে না খেলানোরই সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। হার্দিক পান্ডিয়ার পরিবর্তেই ভারতীয় দলের প্রথম একাদশে রাখা হয়েছিল সূর্যকুমার যাদবকে।
রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, আমি কখনোই ভাবতে পারিনি যে চেন্নাইয়ে একটি ম্যাচ খেলার পরই ভারতীয় দলের হয়ে এই বিশ্বকাপের মঞ্চে আমি আর খেলতে পারব না। যেখানে আমার বোলিং পারফরম্যান্স যথেষ্ট ভাল ছিল। ধরমশালায় নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই আমার ভারতীয় দলে ফেরার সম্ভাবনা ছিল। সেই সময়ই হার্দিক পান্ডিয়ার সেই চোট হয়েছিল। আমাদের দলে হার্দিক পান্ডিয়া অন্যতম প্রধান একজন ক্রিকেটার। তাঁর মতো অল রাউন্ডারের পরিবর্ত অল রাউন্ডার আমাদের দলে ছিল না।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বরাবরই ভাল পারফরম্যান্স দেখিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সেই কারণে ফাইনালেও তাঁকে খেলানো নিয়ে চলছিল নানান হিসাব নিকাশ। অবশেষে ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারই তাঁকে না খেলানো নিয়ে মুখ খুলেছেন। অশ্বিনের এই বক্তব্য যে সকলকে উত্তর দিতে পেরেছে তা বলার অপেক্ষা রাখে না।
The post হার্দিক পান্ডিয়ার চোটই বিশ্বকাপ খেলার সুযোগ কেড়ে নিয়েছিল রবিচন্দ্রন অশ্বিনের appeared first on CricTracker Bengali.










