Chaturanga de Silva. (Photo Source: Twitter)
লেজেন্ডস লিগ ক্রিকেট (এলএলসি) ২০২৩-এর সপ্তম ম্যাচে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন ইন্ডিয়া ক্যাপিটালস এবং রস টেলরের নেতৃত্বাধীন সাউদার্ন সুপার স্টারস একে অপরের মুখোমুখি হয়েছে।
এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ইন্ডিয়া ক্যাপিটালসের অধিনায়ক গৌতম গম্ভীর। সাউদার্ন সুপার স্টারস শুরুতেই দিলশান মুনাভিরার উইকেট হারায়। তিনি ১০ বলে মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। উপুল থারাঙ্গা ৩টি চার সহ ১৪ বলে ১৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। শ্রীবৎস গোস্বামী ৩টি চার সহ ২১ বলে ২৪ রান করতে সক্ষম হন। অধিনায়ক রস টেলরও ৩টি চার সহ ২১ বলে ২৪ রান করেন। ১২.৫ ওভারে ৮৮ রানের মধ্যেই ৪টি উইকেট হারিয়ে ফেলে সাউদার্ন সুপার স্টারস। এরপর, ১০৬ রানের মাথায় তারা পঞ্চম উইকেটটি হারায়। রাজেশ বিষ্ণোই ৬ বলে মাত্র ৮ রান করে নিজের উইকেট হারান।
এই ম্যাচে রস টেলরের নেতৃত্বাধীন দলের হয়ে সর্বোচ্চ রান করেন চতুরঙ্গ দি সিলভা। তিনি ৩৪ বলে ৫৬ রানের একটি অসাধারণ ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিনি এই ইনিংসে ২টি চার এবং ৫টি ছয় মারতে সক্ষম হন। পবন নেগী ১০ বলে ১২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। বিপুল শর্মা ৫ বলে ৪ রান করে অপরাজিত থাকেন। এই ইনিংসে তেমন কোনো বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি। শেষমেশ ২০ ওভারে ৬ উইকেটে ১৬৩ রান করে সাউদার্ন সুপার স্টারস।
রাস্টি থেরন এবং অ্যাশলে নার্স ২টি করে উইকেট শিকার করেন
রাস্টি থেরন বল হাতে খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেন। তিনি ৪ ওভারে মাত্র ১৯ রান দেন এবং ২টি উইকেট তুলে নেন। তিনি উপুল থারাঙ্গা এবং পবন নেগীকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। অন্যদিকে, অ্যাশলে নার্স ৩ ওভারে ৩২ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। তিনি রস টেলর এবং রাজেশ বিষ্ণোইকে আউট করতে সক্ষম হন।
ইসুরু উদানা এবং কেপি আপান্না যথাক্রমে ৪ ওভারে ৩৯ রান এবং ২ ওভারে ১৩ রান দিয়ে ১টি করে উইকেট নেন। উদানা দিলশান মুনাভিরার উইকেট শিকার করেন। অন্যদিকে, আপান্না শ্রীবৎস গোস্বামীকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। শেষমেশ এই ম্যাচটিতে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।
The post চতুরঙ্গ দি সিলভার অর্ধশতরানের হাত ধরে ইন্ডিয়া ক্যাপিটালসের বিরুদ্ধে ১৬৩ রান করল সাউদার্ন সুপার স্টারস appeared first on CricTracker Bengali.










