আগামী মরসুমেও এমএস ধোনির নেতৃত্বেই নামতে চলেছে চেন্নাই সুপার কিংস

নভে. 27, 2023

Spread the love
MS Dhoni. (Photo Source: IPL/BCCI)

একটা জল্পনা অবশ্য চলছিল যে আসন্ন আইপিএলের মঞ্চে মহেন্দ্র সিং ধোনিকে দেখা যায় কিনা। গত রবিবার ছিল আইপিএল রিটেনশনের শেষ দিন। সেখানেই সকলকে চমকে দিয়ে কার্যত ধোনির নেতৃত্বেই খেলার কথা জানিয়ে দিল চেন্নাই সুুপার কিংস। এমএস ধোনিকে রেখেই আসন্ন আইপিএলের দল ঘোষণা করে দিল চেন্নাই সুপার কিংস। আগামী ডিসেম্বরে আইপিএলের মিনি নিলাম আয়োজিত হতে চলেছে। তার আগেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের দলের তালিকা ঘোষণা করে দিল। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে এবার এমএস ধোনিকে দেখা যাবে কিনা সেটাই দেখার অপেক্ষায় ছিলেন সকলে।

গত রবিবারই ছিল শেষ দিন দল রিটেনশন ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করার শেষ দিন। সেখানেই এবার ধোনিকে ক্রিকেটার হিসাবে দেখা যাবে কিনা তা নিয়ে একটা জোরদার জল্পনা জলছিল। শেষপর্যন্ত সেটাই হল। আগামী মরসুমেও যে এমএস ধোনির নেতৃত্বেই আইপিএলের মঞ্চে নামতে চলেছে ভারতীয় দল তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে আসন্ন আইপিএলের জন্য আট জন ক্রিকেটারদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে চেন্নাই সুপার কিংসের তরফে।

চেন্নাই সুপার কিংস রিটেনশন ও রিলিজড ক্রিকেটারদের তালিকা

রিটেনশন

এমএস ধোনি

রুতুরাজ গায়কোয়াড়

ডেভন কনওয়ে

দীপক চাহার

তুষার দেশপান্ডে

মহেশ থিকসানা

সিমরণজিত সিং

মাথিসা পাথিরানা

প্রশান্ত সোলাঙ্কি

মিচেল স্যান্টনার

রাজবর্ধন হাঙ্গারগেকর

রবীন্দ্র জাদেজা

মঈন আলি

শিবন দুবে

অজিঙ্ক রাহানে

নিশান্ত সিন্ধু

সাইক রশিদ

অজয় মন্ডল

রিলিজড

বেন স্টোকস

ডোয়েন প্রিটোরিয়াস

ভগত বর্মা

এস সেনাপতি

আকাশ সিং

কাইল জেমিসন

এস মাগালা

অম্বাতি রায়াডু

গতবারের আইপিএলে ফেভারিটের তকমা না থাকলেও সকলকে চমকে দিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছিল চেন্নাই সুপার কিংস। দুর্ধর্ষ গুজরাত টাইটান্সকে হারিয়েই চেন্নাই সুপার কিংসের মাথায় উঠেছিল চ্যাম্পিয়নের মুকুট। সেই সময়ই অনেকে এমএস ধোনির অবসর নিয়ে কথা বলতে শুরু করেছিলেন। যদিও এমএস ধোনি তেমন কিছু করেননি।

আসন্ন মরসুমের জন্য আইপিএলের মিনি নিলামের সময় ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়েছিল আরেক জল্পনা। এবার এমএস ধোনিকে দেখা যাবে কিনা  আইপিএলের মঞ্চে। রবিবারই ঘোষণা করা হয়েছে চেন্নাই সুপার কিংসের রিটেনশন ও রিলিজড দলের তালিকা। সেখানেই এমএস ধোনিকে রেখেই দল ঘোষণা করেছে চেন্নাই সুুপার কিংস। এবার শুধুই ধোনির মাঠে নামার অপেক্ষায় সকলে।

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador