Mukesh Kumar. ( Image Source: BCCI )
তৃতীয় টি টোয়েন্টিতে নেই মুকেশ কুমার। বিয়ের জন্য তৃতীয় টেস্টের আগে ছুটি দেওয়া হয়েছে ভারতীয় দলের তরুণ পেসার মুকেশ কুমারকে। তবে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচের আগেই ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন এই তরুণ ক্রিকেটার। তাঁর পরিবর্তে ভারতীয় শিবিরে এসেছেন দীপক চাহার। তৃতীয় টি টোয়েন্টিতে মুকেশ কুমারের পরিবর্তে ভারতীয় দলের প্রথম একাদশে এসেছঠেন আভেশ খান। এই ম্যাচ জিততে পারলেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ কার্যত পাকা করে ফেলবে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত ভারতীয় দল জিততে পারে কিনা সেটাই দেখার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এদিন প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে ভারতীয় দল। তার আগেই মুকেশ কুমারের এই ম্যাচ না খেলার ব্যপারে জানিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতিই বিয়ের পিড়িতে বসতে চলেছেন মুকেশ কুমার। সেই কারণেই এই ম্যাচের আগে ছুটি চেয়ে নিয়েছিলেন মুকেশ কুমার। তাঁর পরিবর্তেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম একাদশে এসেছেন আভেশ খান। এই সিরিজে এখনও পর্যন্ত ভাল পারফরম্যান্সই প্রদর্শন করেছিলেন এই তরুণ পেসার।
চলতি সিরিজে দুই ম্যাচ খেলে একটি উইকেট তুলে নিয়েছেন মুকেশ কুমার
বিশেষ করে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে ২০৮ রান করলেও সেখানে অজিদের বিরুদ্ধে ডেথ ওভারে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। সেই পারফরম্যান্সটা দ্বিতীয় ম্যাচেও ঘরে রেখেছিলেন মুকেশ কুমার। সেখানে কটি উইকেটও তুলে নিয়েছিলন এই তরুণ পেসার। তবে তৃতীয় ম্যাচে খেলতে পারছেন না মুকেশ কুমার।
বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, “গুয়াহাটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের আগে বিসিসিআইয়ের কাছে ছুটির আবেদন করেছিলেন মুকেশ কুমার। বিয়ে করছেন মুকেশ কুমার। তাঁর বিয়ের জন্য তাঁকে এই ছুটি দেওয়া হয়েছে। রায়পুরে চতুর্থ টি টোয়েন্টি শুরু হওয়ার আগেই ভারতীয় দলে যোগ দেবেন তিনি। সিরিজের বাকি ম্যাচ গুলোর জন্য পেসার দীপক চাহারকে ভারতীয় স্কোয়াডে নেওয়া হয়েছে”।
এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে এগিয়ে রয়েছে ভারতীয় দল। তৃতীয় টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে পারলেই সিরিজ জয় পাকা করে ফেলবে ভারতীয় দল। সেখানেই ভারতীয় দলের ব্যাটার থেকে বোলাররা কেমন পারফরম্যান্স করেন সেটাই দেখার।
The post তৃতীয় টি টোয়েন্টিতে নেই মুকেশ কুমার, ভারতীয় স্কোয়াডে দীপক চাহার appeared first on CricTracker Bengali.










