তৃতীয় টি-২০ ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারাল অস্ট্রেলিয়া। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সিরিজটি ২-১ করে নিল ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন দল।
এই ম্যাচে টসে জিতে প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ভারত শুরুটা একেবারেই ভালোভাবে করতে পারেনি। আগের ম্যাচে অর্ধশতরান করার পর এই ম্যাচে ৬ বলে মাত্র ৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান যশস্বী জয়সওয়াল। ইশান কিষানও আগের ম্যাচে অর্ধশতরান করেছিলেন, কিন্তু তিনি এই ম্যাচে পুরোপুরিভাবে ব্যর্থ হন। তিনি ৫ বলে ০ রানে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর রুতুরাজ গায়কওয়াড় এবং সূর্যকুমার যাদব মিলে পরিস্থিতি সামাল দেন। তাদের মধ্যে ৫৭ রানের একটি সুন্দর পার্টনারশিপ গড়ে ওঠে। সূর্যকুমার যাদব ২৯ বলে ৩৯ রানের একটি দারুণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৫টি চার এবং ২টি ছয়। এরপর ভারতকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। গায়কওয়াড় ৫৭ বলে অপরাজিত ১২৩ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ১৩টি চার এবং ৭টি ছয় মারেন।
অন্যদিকে, তিলক বর্মা ৪টি চার সহ ২৪ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। তিনি এবং গায়কওয়াড় মিলে ১৪১ রানের একটি দুর্দান্ত পার্টনারশিপ করেন। শেষমেশ ২০ ওভারে ৩ উইকেটে ২২২ রান করে ভারত। জেসন বেহরেনডর্ফ খুব ভালো বোলিং পারফরম্যান্সের প্রদর্শন করেন। তিনি ৪ ওভারে মাত্র ১২ রানের বিনিময়ে ১টি উইকেট শিকার করেন। কেন রিচার্ডসন এবং অ্যারন হার্ডিও ১টি করে উইকেট পান।
শেষ বলে গিয়ে জয় পেল অস্ট্রেলিয়া
রান তাড়া করতে নেমে শুরুটা বেশ ভালোভাবেই করে অস্ট্রেলিয়া। দুই ওপেনার ট্র্যাভিস হেড এবং অ্যারন হার্ডি মিলে ৪৭ রানের একটি সুন্দর পার্টনারশিপ করেন। হেড ৮টি চার সহ ১৮ বলে ৩৫ রানের একটি সুন্দর ইনিংস করেন। হার্ডি ১২ বলে ১৬ রান করতে সক্ষম হন। জশ ইঙ্গলিসের ব্যাট থেকে বেশি রান আসেনি। তিনি ৬ বলে মাত্র ১০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। মার্কাস স্টোইনিস ২১ বলে মাত্র ১৭ রান করে নিজের উইকেট হারান। টিম ডেভিড এই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি।
গ্লেন ম্যাক্সওয়েল ৪৮ বলে অপরাজিত ১০৪ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৮টি চার এবং ৮টি ছয়। ম্যাথু ওয়েড ১৬ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন। শেষমেশ ২০ ওভারে ৫ উইকেটে ২২৫ রানে পৌঁছে ম্যাচটি জিতে নেয় অস্ট্রেলিয়া। রবি বিষ্ণোই ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। অর্শদীপ সিং, আভেশ খান এবং অক্ষর প্যাটেল ১টি করে উইকেট শিকার করেন।