ভারতীয় দলের কোচের দায়িত্ব রাহুল দ্রাবিড়ের কাঁধেই, চুক্তি বাড়াল বিসিসিআই

নভে. 29, 2023

Spread the love

Virat Kohli and Rahul Dravid. (Photo Source: Twitter/imvkohli)

দীর্ঘ জল্পনা চজললেও অবশেষে বুধবারই সমস্ত জল্পনার অবসান। ভারতীয় দলের কোচের পদেই থাকলেন রাহুল দ্রাবিড়। বেশ কয়েকদিন ধরেই তাঁর ভারতীয় দলের কোচের পদ থেকে সরে যাওয়া নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। শোনাযাচ্ছিল রাহুল দ্রাবিড় নাকি বোর্ডের সঙ্গে আর চুক্তি বাড়াতে চাইছেন না। সেই জায়গায় কখনোও ভিভিএস লক্ষ্মণ আবার কখনও আশিস নেহেরার নাম শোনাযাচ্ছিল। শেষপর্যন্ত রাহুল দ্রাবিড়ের কাঁধেই রইল ভারতীয় দলের কোচের দায়িত্ব। একইসঙ্গে কোচিং স্টাফেও আর কোমও পরিবর্তন না করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

রবি শাস্ত্রীর পরই ভারতীয় দলের কোচের পদে বসেছিলেন রাহুল দ্রাবিড়। তাঁর হাত ধরে বারতীয় দল এবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলেও, ওডিআি বিশ্বকাপের মঞ্চে শেষরক্ষা করতে পারেনি। বিশ্বকাপের ফাইনালের অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতীয় দলের। সেই ম্যাচের পর থেকেই ভারতীয় দলের কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের ভবিষ্যত্ নিয়ে প্রশ্ন উঠতে শোনা গিয়েছিল। বিশ্বকাপের পর সংবদিক সম্মেলনেও রাহুল দ্রাবিড়কে সেই প্রশ্নের সামনে পড়তে হয়েছিল। সেই প্রসঙ্গে যে তিনি কিছু ভাবছেন না তা জানাতে দ্বিধা করেননি রাহুল দ্রাবিড়।

২০২১ সালের টি২০ বিশ্বকাপের পরই দায়িত্ব নিয়েছিলেন রাহুল দ্রাবিড়

আগামী সপ্তাহেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দল ঘোষণা করবে ভারতীয় দল। সেখানেই রোহিত শর্মাদের কোচের দায়িত্বে কাকে দেখা যাবে তা নিয়েই চলছিল জোর জল্পনা। শেষপর্যন্ত রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করে তাঁকেই ভারতীয় দলের কোচের পদে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। রাহুল দ্রাবিড়ের বোর্ডের সঙ্গে তাঁর চুক্তি বাড়ানোর কথা রাজি হওয়ায় কার্যত আপ্লুত জয় শাহ ও রজার বিনি। আগামী ১০ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ  শুরু হতে চলেছে ভারতীয় দলের। সেখানেও ডাগ আউটে মিস্টার ডিপেন্ডেবলকেই দেখা যাবে।

NEWS 🚨 -BCCI announces extension of contracts for Head Coach and Support Staff, Team India (Senior Men)

More details here – https://t.co/rtLoyCIEmi #TeamIndia

— BCCI (@BCCI) November 29, 2023

রাহুল দ্রাবিড় জানিয়েছেন, “বিসিসিআই এবং তাদের কর্তাদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমার ওপর তাদের ভরসা প্রদর্শন করেছেন। আমার পর্যবেক্ষণকে বিশ্বাস রেছেন এবং আমাকে প্রতিটি পদক্ষেপে তারা সঙ্গ দিয়েছে। এই ভুমিকায় থাকার জন্য পরিবারের থেকে সবসময়ই অনেকটা দূরে থাকতে হয়। আমি আমার পরিবারের কাছেও কৃতজ্ঞ যে আমার জন্য তারা এই ত্যাগ শিকার করেছে। বিশ্বকাপের পর এবার এক নতুন চ্যালেঞ্জের দিকে এগোচ্ছি আমরা। সেরাটা দেওয়ার লক্ষ্যেই রয়েছি”।

২০২১ সালের পরই ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। এবার টি টোয়েন্টি বিশ্বকাপে দলকে সাফল্য এনে দিতে পারেন কিনা সেটাই দেখার।

The post ভারতীয় দলের কোচের দায়িত্ব রাহুল দ্রাবিড়ের কাঁধেই, চুক্তি বাড়াল বিসিসিআই appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador