IND vs AUS. (Photo Source: Pankaj Nangia/Getty Images)
১লা ডিসেম্বর, শুক্রবার, বিশাখাপত্তনমের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে খেলতে নামবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত।
চলতি সিরিজে এই মুহূর্তে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। প্ৰথম দুটি ম্যাচে ভারত জয় পাওয়ার পর তৃতীয় ম্যাচে দারুণভাবে কামব্যাক করে অস্ট্রেলিয়া। এই ম্যাচটিতে ভারত প্ৰথমে ব্যাটিং করেছিল এবং স্কোরবোর্ডে ২০ ওভারে ৩ উইকেটে ২২২ রান তুলেছিল। রুতুরাজ গায়কওয়াড় ৫৭ বলে অপরাজিত ১২৩ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। এই ইনিংসে তিনি ১৩টি চার এবং ৭টি ছয় মারতে সক্ষম হয়েছিলেন। অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাট থেকে ৩৯ রান এসেছিল। অন্যদিকে, তিলক বর্মা ৪টি চার সহ ২৪ বলে ৩১ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। জেসন বেহরেনডর্ফ বল হাতে খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন। তিনি ৪ ওভারে মাত্র ১২ রানের বিনিময়ে ১টি উইকেট পেয়েছিলেন।
রান তাড়া করতে নেমে শেষ বলে গিয়ে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েল ৪৮ বলে অপরাজিত ১০৪ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন। তিনি এই ইনিংসে ৮টি চার এবং ৮টি ছয় মারতে সক্ষম হয়েছিলেন। ট্র্যাভিস হেডের ব্যাট থেকে ৩৫ রান এসেছিল। অধিনায়ক ম্যাথু ওয়েড ১৬ বলে অপরাজিত ২৮ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। এই ম্যাচে ভারতের সবথেকে সফল বোলার ছিলেন রবি বিষ্ণোই। তিনি ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে ২টি উইকেট নিতে সক্ষম হয়েছিলেন। চতুর্থ টি-২০ ম্যাচটিতে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।
পিচ কন্ডিশন
শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ ব্যাটারদের জন্য খুবই ভালো। এই মাঠে ২০০+ রান করা খুব একটা কঠিন হবে না। বোলারদের খুব বুঝেশুনে বোলিং করতে হবে কারণ তারা পিচ থেকে তেমন সাহায্য পাবেন না। এখানে টসে জিতে প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়াই বেশি সুবিধাজনক।
সম্ভাব্য একাদশ
ভারত
রুতুরাজ গায়কওয়াড়, যশস্বী জয়সওয়াল, ইশান কিষান (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, আভেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ।
অস্ট্রেলিয়া
ট্র্যাভিস হেড, জশ ফিলিপ, বেন ম্যাকডারমট, অ্যারন হার্ডি, মার্কাস স্টোইনিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (অধিনায়ক/উইকেটরক্ষক), বেন ডরশুইস, নাথান এলিস, তনভীর সংঘ, জেসন বেহরেনডর্ফ।
ভারত বনাম অস্ট্রেলিয়া: টি-২০-তে হেড টু হেড
ম্যাচ – ২৯ | ভারত – ১৭ | অস্ট্রেলিয়া – ১১ | অমীমাংসিত – ১
সম্প্রচার বিবরণী
ম্যাচ – ভারত বনাম অস্ট্রেলিয়া
সময় – সন্ধে ৭টা (ভারতীয় সময়)
টেলিভিশন সম্প্রচার – স্পোর্টস ১৮
লাইভ স্ট্রিমিং – জিও সিনেমা
The post ভারত বনাম অস্ট্রেলিয়া, চতুর্থ টি-২০: প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন, হেড টু হেড এবং সম্প্রচার বিবরণী appeared first on CricTracker Bengali.










