Rohit Sharma and Sourav Ganguly. (Photo Source: Twitter)
ওডিআই বিশ্বকাপের পর ভারতীয় দলের সামনে রয়েছে এখন টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। আগামী বছরই সেই বিশ্বকাপের মঞ্চে নামবে টিম ইন্ডিয়া। সেখানে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে রোহিত শর্মাকেদেখা যাবে কিনা তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে। রোহিত নাকি নতুন কোনও ক্রিকেটারের কাঁধে ওঠে সেই দায়িত্ব তা নিয়ে নানান কথাবার্তা শুরু হয়েছে। এমন পরস্থিতিতেই বিরাট মন্তব্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তাঁর মতে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই ফর্ম্যাটের নেতৃত্বে রোহিত শর্মারই থাকা উচিত্।
সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড সভাপতি থাকাকালীনই বিপাট কোহলির পরিবর্তে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে যুক্ত হয়েছিলেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে সাফল্যের রাস্তাতেই হাঁটা শুরু করেছিল টিম ইন্ডিয়া। ঘরের মাঠে এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চেও রোহিত শর্মার নেতৃত্বে নেমেছিল টিম ইন্ডিয়া। ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল ভারতীয় দল। যদিও ফাইনালে শেষরক্ষা করতে পারেনি টিম ইন্ডিয়া। এরপরই ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা বিশ্রামে রয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে তরুণ ক্রিকেটারদের ওপরই ভরসা রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
রোহিত শর্মার নেতৃত্বে ৫১ ম্যাচের মধ্যে ৩৯ টি টোয়েন্টি ম্যাচ জিতেছে ভারত
কিন্তু এই বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই রোহিত শর্মার নেতৃত্বের ভবিষ্যত্ নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছিল। বিশেষ করে আসন্ন টি বিশ্বকাপের মঞ্চে রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ক থাকবেন কিনা। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দীর্ঘ সফর রয়েছে টিম ইন্ডিয়ার। সেখানেও কিন্তু টি টোয়েন্টি সিরিজে নেই ভারতীয় দলের অধিনায়ক। এমন ঘটনা কিন্তু অনেক প্রশ্নেরই জন্ম দিচ্ছে। যদিও ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু রোহিত শর্মাকেই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের অধিনায়ক হিসাবে চাইছেন।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “রোহিত শর্মার ভারতীয় দলের অধিনায়ক থাকা উচিত্। কারণ এই ওডিআই বিশ্বকাপে তিনি সত্যিউ অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি একজন নেতা। সেই কারণেই আমার প্রত্যাশা যে রোহিত শর্মা অন্তত টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ পর্যন্ত ভারতের অধিনায়কের পদে থাকবেন”।
এখনও পর্যন্ত অধিনায়ক হিসাবে ৫১টি ম্যাচের মধ্যে ৩৯টি টি টোয়েন্টি ম্যাচ জিতেছেন রোহিত শর্মা। এমন পরিসংখ্যান ভারতীয় অধিনায়কদের মধ্যে খুব কমই রয়েছে। এছাড়া এবারের ওডিআই বিশ্বকাপে রোহিত শর্মার ব্যাটে ছিল রানের ঝলক। বিশ্বকাপের মঞ্চে ৫৯৭ রান করেছিলেন দ্য হিটম্যান। সেইসঙ্গে গড়েছিলেন একাধিক রেকর্ডও। শেষপর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারত অধিনায়ক হিসাবে রোহিত শর্মাকে দেখা যাবে কিনা সেটাই দেখার।
The post রোহিত শর্মাকেই টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসাবে চাইছেন সৌরভ গঙ্গোপাধ্যায় appeared first on CricTracker Bengali.










