২০২৩ সালে সেরা তিন নবাগত ক্রিকেটার

ডিসে. 11, 2023

Spread the love

Yashasvi Jaiswal & Rinku Singh. ( Photo Source: INDRANIL MUKHERJEE/AFP via Getty Images )

আর মাত্র কয়েকটা দিন। এরপরই ২০২৩ -কে বিদায় জানিয়ে  নতুন বছরকে স্বাগত জানাবেন সকলে।  এখন থেকেই শুরু হয়ে গিয়েছে তোরজোড়। চলছে বর্ষবরণের নানান প্রস্তুতি। গোটা ২০২৩ সাল জুড়ে ক্রিকেট বিশ্বে নানান ঘটনার স্বাক্ষী থেকেছেন সকলে। ক্রিকেটের বাইশগজে যেমন মন খারাপের যন্ত্রনা রয়েছে। তেমনই রয়েছে বহু প্রাপ্তির ঘটনাও। একইসঙ্গে এই বছরেই ক্রিকেটের আকাশে ফুটে উঠেছে নতুন নতুন তারা।  এমন বেশ কয়েকজন নবাগত ক্রিকেটাররা, এই বছরে নিজেদের পারফরম্যান্স দেখিয়ে সকলের মন জিতে নিয়েছেন।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে দেশের জার্সিতে কয়েকজন নবাগত ক্রিকেটার নিজেদের সেরা পারফরম্যান্স দেখিয়ে  মন কেড়ে নিয়েছেন সকলের। ভারতীয় ক্রিকেটাররা যেমন রয়েছেন সেই তালিকায়, তেমনই রয়েছে বিদেশী ক্রিকেটাররাও। ২০২৩ সালের তেমনই কয়েকজন নবাগত ক্রিকেটারদের নিয়ে এই প্রতিবেদন। সেরা তিনজন নবাগত ক্রিকেটার, যাদের নিয়ে এই মুহূর্তে চর্চা চলছে গোটা  ক্রিকেট বিশ্ব জুড়ে। তারাই হলেন রিঙ্কু সিং, যশস্বী জয়সওয়াল ও নিউ জিল্যান্ডের তরুণ ক্রিকেটার রাচিন রবীন্দ্র।

যশস্বী জয়সওয়াল

Yashasvi Jaiswal. (Photo Source: Seb Daly/Sportsfile via Getty Images)

২০২৩ সালের আইপিএলের মঞ্চেই নিজের পারফরম্যান্সের জানান দিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। আইপিএলের মঞ্চ থেকে দেশের জার্সিতে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করছেন তিনি। এই মুহূর্তে তাঁকে ভারতীয় দলের সব ফর্ম্যাটে খেলার জন্য প্রস্তুত বলেও মনে করতে শুরু করেছেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞ ক্রিকেটাররা। এবারের আইপিএলের মঞ্চে ১৪ ম্যাচ খেলে ৬২৫ রান করেছিলেন যশস্বী জয়সওয়াল। বাঁহাতি এই তরুণ ক্রিকেটারের এমন পারফরম্যান্স দেখে কার্যত আপ্লুত হয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার। আইপিএলের মঞ্চে সেঞ্চুরী ইনিংস খেলার পাশাপাশি প্রতি ম্যাচেই য।শস্বীর ব্যাটে ছিল রানের ঝলক। সেইসঙ্গে তাঁর স্ট্রাইকরেট ছিল ১৬৩.৬১। এখনও পর্যন্ত দেশের জার্সিতে টি টোয়েন্টিতে ১৩ ম্যাচ খেলে তাঁর ঝুলিতে রয়েছে ৩৭০ রান। মাত্র দুটো টেস্ট খেলে রয়েছে ২৬৬ রান।

রিঙ্কু সিং

Rinku Singh. ( Image Source: X(Twitter)

২০২৩ সালের ভারতীয় ক্রিকেটের মঞ্চে অন্যতম উল্লেখযোগ্য নাম হল রিঙ্কু সিং। এবারের আইপিএলের মঞ্চ থেকেই দেশের জার্সিতে আসার রাস্তাটা পাকা করে ফেলেছিলেন এই তরুণ ক্রিকেটার। আইপিএলে ১৪ ম্যাচ খেলে রিঙ্কু সিং করেছেন ৪৭৪ রান। সেখানেই তাঁর গুজরাত টাইটান্সের মতো দলের বিরুদ্ধে শেষ ওভারে পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকানোর ঘটনা এখনও সকলের স্মৃতিতে টাটকা। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও নিজের ফিনিশারের ভূমিকায় দক্ষতা প্রমাণ করেছিলেন রিঙ্কু সিং। এই বছরই দেশের জার্সিতে অভিষেক হয়েছে রিঙ্কু সিংয়ের। এখনও পর্যন্ত দেশের হয়ে ৬টি টি টোয়েন্টি ম্যাচ খেলে ১৮০ রান রয়েছে তাঁর। এশিয়ান গেমসে সোনা জয়ী দলের সদস্য রিঙ্কু সিং।

রাচিন রবীন্দ্র

Rachin Ravindra and Kane Williamson. (Photo Source: Twitter)

এই বছরই নিউ জিল্যান্ডের হয়ে ওডিআই ফর্ম্যাটে অভিষেক হয়েছিল রাচিন রবীন্দ্র। এবারই নিজের পারফরম্যান্স দেখিয়ে বিশ্বকাপের মঞ্চে জায়গা পাকা করে ফেলেছিলেন এই তরুণ ক্রিকেটার। নিউ জিল্যান্ডের সেই সিদ্ধান্ত যে একেবারেই ভুল ছিল না তা মাঠে নেমেই বুঝিয়ে দিয়েছিলেন তিনি। ওডিআই বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচেই সেঞ্চুরী হাঁকিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। গড়েছেন একাধিক রেকর্ড। কেরিয়ারের প্রথম বিশ্বকাপেই ৫৭৮ রান করে নজির গড়েছেন রাচিন রবীন্দ্র। কেরিয়ারের প্রথম বিশ্বকাপেই ৩টি সেঞ্চুরী করেছেন রাচিন রবীন্দ্র। সেইসঙ্গদেই ভেঙেছেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। ২৪ বর্ষীয় ক্রিকেটার হিসাবে একটি ওডিআই বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরী করেছেন তিনি।

The post ২০২৩ সালে সেরা তিন নবাগত ক্রিকেটার appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador