দেশের হয়ে খেলার জন্যই আইপিএল থেকে সরে গিয়েছেন সাকিব অল হাসান

ডিসে. 12, 2023

Spread the love
Shakib Al Hasan. ( Photo Source: Matt Roberts-ICC/ICC via Getty Images )

২০২৪ সালের আইপিএলে দেখা যাবে না সাকিব অল হাসানকে। এমনকী এবারের পিএসএল থেকেও নাম তুলে নিয়েছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। কিন্তু  তিনি কেন এমনটা করেছেন তা নিয়েই নানান জল্পনা চলছিল ক্রিকেট মহলে। অবশেষে সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। আরপাতত দেশের হয়েই নিজের পারফরম্যান্স দেখাতে চান তিনি। সেই কথা মাথায়. রেখেই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা ক্রিকেটার। দেশের জার্সিতেই নিজের সেরাটা দিতে চান সাকিব অল হাসান।

শেষবার আইপিএলের মঞ্চে কলকাতা নাইট রাইডার্সে ছিলেন সাকিব অল হাসান। যদিও কোনও ম্যাচ খেলা সম্ভব হয়নি। আইপিএল সুরু হওয়ার সময়ই দেশে ফিরে গিয়েছিলেন এই তারকা বাংলাদেশী  ক্রিকেটার। এবারের আইপিএলের মিনি নিলামেও নিজের নাম নথিভুক্ত করেননি সাকিব অল হাসান। আপাতত দেশের জার্সিতেই খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেখানেই নিজের সম্পূর্ণ সময়টা দিতে চাইছেন এই তারকা ক্রিকেটার। সেই ফোকাস ধরে রাখার জন্যই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব।

এবরের বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাকিব অল হাসান

এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে সাকিব অল হাানের নেতৃত্বেই নেমেছিল বাংলাদেশ। কিন্তু সেখানে চূড়ান্ত খারাপ পারফরম্যান্স প্রদর্শন করেছিল তারা। বিশ্বকাপের মঞ্চ থেকে প্রথম দল হিসাবে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। দেশে ফেরার পর আপাতত জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব অস হাসান। ছিটকে গিয়েছেন এই তারকা ক্রিকেটার। ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও খেতে পারেননি সাকিব অল হাসান। এমনকী নিউ জিল্যান্ড সফরেও বাংলাদেশের ওডিআই স্কোয়াডে নেই তিনি। কিন্তু দলে ফেরার জন্য মরিয়া হয়ে রয়েছেন এই তারকা ক্রিকেটার। সেই কারণেই অ্ন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে নাম তুলে নিয়েছেন তিনি।

সাকিব অস হাসান জানিয়েছেন, “উইন্ডো খোলা থাকা সত্ত্বেও আমি এবারের আইপিএলের জন্য নিজের নাম নথিভুক্ত করিনি। এমনকী আমার ম্যানেজার পিএসএলের জন্য আমার নাম নথিভুক্ত করেছিলেন। কিন্তু সেখান থেকেও আমি নাম প্রত্যাহার করে নিয়েছি। আমার পরিকল্পনা নিজের দেশের জন্য সম্পূর্ণ সময়টা দেওয়ার। এই কারণেই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে সরে গিয়েছি আমি এবং নিজের নাম তুলে নিয়েছি। সমস্ত সময়টা আমি দেশের জার্সিতেই দিতে চাই”।

এই মুহূর্তে সাকিব অল হাসানের বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহন করা নিয়েও একটা জল্পনা চলছে। আগামী বছরই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে সাকিব অল হাসানকে দেখা যায় কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador