Raj Limbani. (Photo Source: Twitter)
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৩-এর মঞ্চে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের প্রদর্শন করলেন ১৮ বছর বয়সী ভারতীয় ফাস্ট বোলার রাজ লিম্বানি। নেপালের বিরুদ্ধে ৯.১ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৭টি উইকেট শিকার করলেন এই প্রতিভাবান বোলার। তার এই পারফরম্যান্সের হাত ধরে নেপালকে ১০ উইকেটে হারাল ভারত।
পাকিস্তানের বিরুদ্ধে হারের মুখোমুখি হওয়ার পর এই ম্যাচে দারুণভাবে কামব্যাক করেছে ভারত। নেপালের বিরুদ্ধে এই ম্যাচটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচটি জিতে নিয়ে নিজেদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দিয়েছিল ভারতীয় দল। এরপর, পাকিস্তান আফগানিস্তানকে ৮৩ রানে পরাজিত করায় সেমিফাইনালে ভারতের স্থান নিশ্চিত হয়ে যায়।
গ্রুপ এ-তে দ্বিতীয় স্থান অধিকার ভারত। তারা তাদের ৩টি ম্যাচের মধ্যে ২টি ম্যাচে জয় পেয়েছে। তাদের পয়েন্ট সংখ্যা হল ৪। অন্যদিকে, পাকিস্তান পয়েন্ট তালিকায় প্ৰথম স্থান দখল করেছে। তারা গ্রুপ পর্যায়ে একটি ম্যাচও হারেনি। ৩টি ম্যাচ খেলে তারা ৬ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ভারতকে ৮ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। এই ম্যাচটিতে ভারত প্ৰথমে ব্যাটিং করেছিল এবং স্কোরবোর্ডে ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৯ রান তুলেছিল। রান তাড়া করতে নেমে ৪৭ ওভারে ২ উইকেটে ২৬৩ রানে পৌঁছে ম্যাচটি জিতে নিয়েছিল পাকিস্তান। এই ম্যাচটিতে ১৩০ বলে অপরাজিত ১০৫ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন পাকিস্তানের টপ অর্ডার ব্যাটার আজান আওয়াইস।
অনূর্ধ্ব-১৯ ওডিআই ক্রিকেটে সেরা বোলিং পরিসংখ্যান ইরফান পাঠানের নামে রয়েছে। তিনি ২০০৩ সালে বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ১৬ রান দিয়ে ৯টি উইকেট শিকার করেছিলেন। এরপর এই তালিকায় লয়েড পোপের নাম রয়েছে। তিনি ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৫ রানের বিনিময়ে ৮ উইকেট নিয়েছিলেন। নেপালের বিরুদ্ধে ১৩ রানে ৭ উইকেট নিয়ে এই তালিকায় এখন তৃতীয় স্থানে রয়েছেন রাজ লিম্বানি।
ভারতের বিরুদ্ধে মাত্র ৫২ রানে অলআউট হয়ে যায় নেপাল
এই ম্যাচটিতে প্ৰথমে ব্যাট করতে নেমে ২২.১ ওভারে মাত্র ৫২ রানে অলআউট হয়ে যায় নেপাল। রান তাড়া করতে নেমে মাত্র ৭.১ ওভারে বিনা উইকেটে ৫৭ রানে পৌঁছে ম্যাচটি জিতে নেয় ভারত।
ভারতের দুই ওপেনার আদর্শ সিং এবং আরশিন কুলকর্নি যথাক্রমে ১৩ বলে ১৩ রান এবং ৩০ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন। উল্লেখযোগ্যভাবে, এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পান রাজ লিম্বানি।
The post অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৩: নেপালের বিরুদ্ধে ৭ উইকেট নিয়ে ইরফান পাঠানের সঙ্গে এলিট তালিকায় ১৮ বছর বয়সী পেসার রাজ লিম্বানি appeared first on CricTracker Bengali.










