Rinku Singh. ( Image Source: Twitter )
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে হেরে গিয়েছে ভারতীয় দল। কিন্তু সেখানেও ব্যাট হাতে সুপারহিট হয়েছেন রিঙ্কু সিং। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন এই তরুণ ক্রিকেটার। প্রোটিয়াদের বিরুদ্ধে ৩৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেছিলেন এই তরুণ ক্রিকেটার। তাঁর পারফরম্যান্স দেখে সকলেই আপ্লুত। এরপরই নিজের পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছেন রিঙ্কু সিং। মাঠে আসার পরই তাঁকে সূর্যকুমার যাদব কী বলেছিলেন সেই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন রিঙ্কু সিং।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল ভারতীয় দল। সেখানেই এদিন চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন ভারতীয় দলের টপ অর্ডার। শুভমন গিল থেকে যশস্বী জয়সওয়ালরা সকলেই ব্যর্থ হয়েছিলেন। যে সময় রিঙ্কু সিং এসেছিলেন সেই সময় ভারতীয় দল তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল। সেই জায়গাতেই তাঁকে মাঠে বিশেষ পরামর্শ দিয়েছিলেন সূর্যকুমার যাদব। অধিনায়ক সূর্যকুমার তাঁকে কী পরামর্শ দিয়েছিলেন সেই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬৮ রানের ইনিংস খেলেছিলেন রিঙ্কু সিং
সেই কঠিন পরিস্থিতিতেও তাঁরকে নিজস্ব খেলা চালিয়ে যাওয়ারই পরামর্শ দিয়েছিলেন সূর্যকুমার যাদব। আর তাতেই যে রিঙ্কু সিং সাফল্য পেয়েছেন, তা বলতে দ্বিধা নেই এই তরুণ ক্রিকেটারের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এদিন ৩৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেছিলেন এই তরুণ ক্রিকেটার। সেখানেই রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে এসেছিল একের পর এক বড় শট। প্রোটিয়াদের বিরুদ্ধে তাঁর গোটা ইনিংস জুড়ে ছিল ৯টি বাউন্ডারি এবং ২টো ওভার বাউন্ডারি। ভারতের হয়ে সর্বোচ্চ রানও করেছিলেন রিঙ্কু সিংই।
ম্যাচ শেষে রিঙ্কু সিং তাঁকে দেওয়া সূর্যকুমার যাদবের পরামর্শ প্রসঙ্গে জানিয়েছেন, যে সময় আমি ব্যাটিং করতে গিয়েছিলাম, “সেই সময় আমাদের তিন উইকেট পড়ে গিয়েছিল এবং পরিস্থিতিও অনেক কঠিন ছিল। সেই সময় সূর্যকুমার যাদবের সঙ্গে আমার আলোচনা হয়েছিল। সেখানেই তিনি আমাদের জানিয়েছিলেন যে আমি যেমনভাবে নিজের ব্যাটিং করি, সেভাবেই যেন ব্যাটিং চালিয়ে যাই। শুরুর দিকে অবশ্য খানিকটা কটিন পরিস্থিতি ছিল। সেই মতোই খানিকটা সময় নিয়েছিলাম প্রস্তুত হতে। সেখানেই বোলিং ডেলিভারি বুঝতে শুরু করেছিলাম এবং পারফরম্যান্স দেখিয়েছিলাম। একটি ছয় হাঁকিয়েছিলাম সেটা যে কাঁচ ভেঙে দিয়েছিল তা আমি জানতাম না। তার জন্য আমি খুবই দুঃখিত”।
আইপিএল থেকে দেশের জার্সিতে দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন এই তরুণ ক্রিকেটার। সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে সুযোগ পেতে মরিয়া হয়ে রয়েছেন রিঙ্কু সিং। এই পারফরম্যান্স যে তাঁকে অবেকটাই এগিয়ে দিয়েছে সেই লক্ষ্যে তা বলার অপেক্ষা রাখে না।
The post সূর্যকুমারের তাঁকে দেওয়া পরামর্শ নিয়ে মুখ খুললেন রিঙ্কু সিং appeared first on CricTracker Bengali.










