Shoaib Bashir. ( Photo Source: Harry Trump/Getty Images )
ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ সুরু হওয়ার প্রায় দেড় মাস আগে টেস্ট দল ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। সেখৈনেই ইংল্যান্ড শিবিরে জায়গা করে নিয়েছে তরুণ স্পিনার শোয়েহব বাসির। তাঁকে নিয়েই এই মুহূর্তে ক্রিকেট মহলে নানান আলোচনা তুঙ্গে। ভারতের মাটিতে সাফল্যের জন্যই এই অচেনা স্পিনারকে ইংল্যন্ড দলে নিয়েছে তা বলাই বাহুল্য। ইংল্যান্ড শিবিরে সুযোগ পেয়ে আপ্লুত এই তরুণ স্পিনারও। দলে তাঁর সুযোগ পাওয়ার সেই ঘটনা নিয়েই এবার মুখ খুলেছেন শোয়েব বাসির।
ব্রেন্ডন ম্যাকালামের ফোন গিয়েছিল এই তরুম ক্রিকোটারের কাছে। সেই মিসড কল দেখেও ফোন করেননি তিনি। শোয়েব বাসির নাকি বিশ্বাসই করতে পারেনি যে তাঁকে ইংল্যান্ড দলে সুযোগ দেওয়া হচ্ছে এবং ব্রেন্ডন ম্যাকালামের মতো তারকা ক্িকেটার তাঁকে ফোন করেছিলেন। পরে দল ঘোষণা হওয়ার সময় কার্যত চমকে গিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। অন্যান্যদের মতো তিনিও নাকি প্রথমে বিশ্বাসই করতে পারেননি যে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ পেয়েছেন।
এই মরসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ১০ উইকেট নিয়েছেন শোয়েব বাসির
শোয়েব বাসির জানিয়েছেন, “আমি খুব একটা ভাবিনি এটা নিয়ে। যতক্ষণ না পর্যন্ত ধাক্কাটা লাগছিল ততক্ষণ পর্যন্ত আমি কোনও কিছুি বিশ্বাস করতে পারেনি। তখন আমার পরিস্থিতি হয়েছিল আচ্ছা এমনটা হয়েছে। সত্যি কথা বলতে এমনই হয়েছিল। কথায় সেই মুহূর্তের অনুভূতি আমি বলে বোঝাতে পারব না। এখন মাত্র দুই থেকে তিন দিন হয়েছে। কিন্তু এই পরিস্থিতিটা আমার কাছে সত্যিই অত্যন্ত বিশেষ একটা মুহূর্ত। এই সুযোগ পেয়ে আমি আপ্লুত। এটা সত্যিই আমার কাছে বিরাট একটা ব্যাপার”।
কয়েকদিন আগেই দ্য গার্ডিয়েনে প্রকাশিত একটি খবর থেকে জানা গিয়েছিল যে সেই ক্যাম্পে ২১ জনের মধ্যে ৯ জনই ছিলেন স্পিনার। তাদের মধ্যেো কেই ছিলেন স্পিনার এবং অল রাউন্ডারষ আবার কেউ কেউ ছিলেন স্পেশ্যালিস্ট স্পিনার। সেই জায়গা থেকেই ভারতের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা করে নিয়ছেন এই তরুণ ক্রিকেটার। শেষপর্যন্ত ভারতীয় দলের বিরুদ্ধে তিনি সাফল্য পান কিনা সেটা তো সময়ই বলবে।
কেরিয়ারের ৯ বছর থেকে ১৭ বছর বয়স পর্যন্ত সারে-তে খেলেছেন এই তরুণ ক্রিকেটার। এরপর বার্কশায়ারের হয়ে অনুর্ধ্ব-১৮-এ খেলেছেন তিনি। সেখান থেকেই শোয়েব বাসির গতবছর সামারসেটের হয়ে প্রথম শ্রেনীর ক্রিকেটে অভিষেক করেছিলেন। তাঁর প্রথম পরীক্ষাই ছিল ইংল্যান্ডের তারকা টেস্ট ক্রিকেটার অ্যালেস্টার কুকের বিরুদ্ধে। সেখানে তিনি অ্যালেস্টার কুককে আউট করতে না পারলেও, তাঁর স্পিন বোলিংয়ের দক্ষতায় সকলকে চমকে দিয়েছিলেন। অভিষেক মরসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ১০ উইকেট তুলে নিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার।
The post ইংল্যান্ড টেস্ট দলে সুযোগ পাওয়ার খবরে চমকে গিয়েছিলেন শোয়েব বাসির appeared first on CricTracker Bengali.










