Pooja Vastrakar and Deepti Sharma. (Photo Source: Pankaj Nangia – ECB/ECB via Getty Images)
হিদার নাইটের নেতৃত্বাধীন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে প্ৰথম দিনের শেষে খুব ভালো অবস্থানে রয়েছে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত। উল্লেখযোগ্যভাবে, প্ৰথম ইনিংসে ভারতের হয়ে এখনও পর্যন্ত চারজন ব্যাটার অর্ধশতরান করেছেন। তারা হলেন সুভা সতীশ, জেমিমাহ রড্রিগেস, ইয়াস্তিকা ভাটিয়া এবং দীপ্তি শর্মা।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। দুই ওপেনার স্মৃতি মান্ধানা এবং শেফালী বর্মা খুব বেশি রান করতে পারেননি। মান্ধানা ১২ বলে ১৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। অন্যদিকে, শেফালী ৩০ বলে ১৯ রান করে নিজের উইকেট হারান। এরপর, সুভা সতীশ এবং জেমিমাহ রড্রিগেস মিলে ১১৫ রানের একটি অসাধারণ পার্টনারশিপ করেন। সুভা ১৩টি চার সহ ৭৬ বলে ৬৯ রানের একটি দারুণ ইনিংস খেলেন। জেমিমাহ ১১টি চার সহ ৯৯ বলে ৬৮ রানের একটি সুন্দর ইনিংস খেলেন।
অধিনায়ক হরমনপ্রীত কৌর ৮১ বলে ৪৯ রান করে রান আউট হন। তার এবং ইয়াস্তিকা ভাটিয়ার মধ্যে ১১৬ রানের একটি অনবদ্য পার্টনারশিপ গড়ে ওঠে। ইয়াস্তিকা ৮৮ বলে ৬৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ১০টি চার এবং ১টি ছয় মারেন। স্নেহ রানা ৭৩ বলে ৩০ রান করে আউট হন। দীপ্তি শর্মা ৯৫ বলে ৬০ রান করে ক্রিজে টিকে রয়েছেন। তিনি এখনও পর্যন্ত ৯টি চার এবং ১টি ছয় মারতে সক্ষম হয়েছেন। অন্যদিকে, পূজা বস্ত্রকার ১২ বলে ৪ রান করে অপরাজিত রয়েছেন। প্ৰথম দিন স্কোরবোর্ডে ৯৪ ওভারে ৭ উইকেটে ৪১০ রান তুলতে সক্ষম হয়েছে ভারত।
প্ৰথম দিনে ইংল্যান্ডের বোলিং পারফরম্যান্স খুব একটা নজরকাড়া ছিল না
প্ৰথম দিন ইংল্যান্ডের হয়ে সবথেকে বেশি উইকেট নিতে সক্ষম হয়েছেন লরেন বেল। তিনি ১৫ ওভারে ৬৪ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেন। তিনি স্মৃতি মান্ধানা এবং লরেন বেলকে প্যাভিলিয়নে ফেরত পাঠান।
কেট ক্রস, ন্যাট সাইভার-ব্রান্ট, শার্লট ডিন এবং সোফি একলেস্টোন যথাক্রমে ১৪ ওভারে ৬৪ রান, ১১ ওভারে ২৫ রান, ১৭ ওভারে ৬২ রান এবং ২২ ওভারে ৮৫ রান দিয়ে ১টি করে উইকেট নেন। কেট ক্রস শেফালী বর্মাকে আউট করেন। ন্যাট সাইভার-ব্রান্ট স্নেহ রানাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। অন্যদিকে, শার্লট ডিন ইয়াস্তিকা ভাটিয়াকে আউট করতে সক্ষম হন। সোফি একলেস্টোন সুভা সতীশের উইকেটটি নেন।
The post প্ৰথম দিনে অর্ধশতরান করলেন চার ব্যাটার, ইংল্যান্ডের বিরুদ্ধে রানের পাহাড়ে ভারত appeared first on CricTracker Bengali.










