অবসরে এমএস ধোনির জার্সি নম্বর “৭”

ডিসে. 15, 2023

Spread the love

MS Dhoni. (Photo by Andy Kearns/Getty Images)

সচিন তেন্ডুলকরের পর এবার এমএস ধোনি। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নচুন এক ইতিহাসের স্বাক্ষী থাকলেন তিনি। এমএস ঘোনির সাত নম্বর জার্সি গায়ে আর কোনও ভারতীয় ক্রিকেটারকে দেখা যাবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।  ভারতের অন্যতম সেরা অধিনায়কের আইকনিক সাত নম্বর জার্সিকে  অবসরের সিদ্ধন্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর আগে এমনটা শুধু সচিন তেন্ডুলকরের ১০ নম্বর জার্সির ক্ষেত্রে করা হয়েছিল। এবার সেই তালিায় নাম উঠল ভারতীয় দলের সেরা ্ধিনায়ক মহেন্গ্র সিং ধোনিরও।

দেশের হয়ে আজীবন সাত নম্বর জার্সি পরে খেলতে দেখা গিয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে। দেশের জার্সিতে একের পর এক নয়া কীর্তি গড়েছেন েই জার্সি পরেই। সেই মহেন্দ্র সিং ধোনিকেই এবার বিশেষ সম্মান জানাতে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারকীয় ক্রিকেট বোর্ড। ধোনি অবসরে গিয়েছেন বহুদিন আগেই।  এবার তাঁর জর্সিকেও অবসর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। অর্থাত্ অন্য কোনও ভারতীয় ক্রিকেটার আর কখনও সাত নম্বর জার্সি পরে মাঠে নামতে পারবেন না। আর এই খবর যে ধোনি ভক্তদের কাছে বিরাট পাওনা তা বলার অপেক্ষা রাখে না।

এমএস ধোনির নেতৃত্বে টি২০ এবং ওডিআই বিশ্বকাপ জিতেছে ভারত

ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই মহেন্দ্র সিং ধোনির সাফল্যের গ্রাফটা ছিল উর্ধ্বমুখী। অধিনায়ক হিসাবে প্রথমবার ২০০৭ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে সকলকে চমকে দিয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত ভারতের আর কোনও অধিনায়ক টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেননি। ২৮ বছরের খরা কাটিয়ে এমএস ধোনির হাত দিয়েই ফের এবার ওডিআই বিশ্বকাপ এসেছিল ভারতের ট্রফি ক্যাবিনেটে। সেইসহ্গে ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এরপর থেকে কোনও ভারতীয় অধিনায়কই আইসিসি ট্রফি জিততে পারেননি।

দেশের হয়ে তাঁর অবদান অনস্বীকার্য। সেই কথা মাথায় রেখেই এবার মহেন্গ্র সিং ধোনিকে এমন বিশেষ সম্মান জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিসিআইয়ের। এখনওবপর্যন্ত সচিন তেন্ডুলকরের ১০ নম্বর জার্সিকেই অবসর দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। অন্য কোনও ভারতীয় ক্রিকেটার আর সেই জার্সি পরতে পারবেন না। এবার এমএস ধোনির জার্সিও আর পাবেন না অন্য কোনও ভারতীয় ক্রিকেটার। ক্যাপ্টেন কুলের সাত নম্বর জার্সি ভারতীয় ক্রিকেটের মঞ্চে অন্যতম এক ইতিহাস গড়ল।

গোটা ক্রীড়া বিশ্বেই এম ঘটনার বহু দৃষ্টান্ত রয়েছে। নাপোলি ফুটবল ক্লাব যেমন দিয়েগো মারাদোনার জার্সিকে অবসর  দিয়েছিল। আইসিসির নিয়মে ক্রিকেটারদের নিজস্ব জার্সি নম্বর বেছে নেওয়ার স্বাধীনতা রয়েছে। যদিও ভারতীয় ক্রিকেটে সেই ব্যবস্থা নেই। এখানে দলের তরফেই ওঠে ক্রিকেটারের জার্সি নম্বর। ধোনি নেমেছিলেন সাত নম্বর জার্সি পরে। সেই জার্সিতেই একের পর এক ইতিহাস তৈরি করেছেন তিনি। সেই ঐতিহাসিক জার্সি পরার মতো এখনও পর্যন্ত কাওকে পায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই ধোনিকে সম্মান জানাতেই তাঁর জার্সিকে চির স্মরণীয় করে রাখার সিদ্ধান্ত বিসিসিআইয়ের।

The post অবসরে এমএস ধোনির জার্সি নম্বর “৭” appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador