Nathan Lyon. (Photo by Bradley Kanaris/Getty Images)
ঘরর মাঠে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। সেই টেস্টেই এক নতুন রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার তারকা স্পিনার ন্যাথান লিয়ম। বিশ্ব ক্রিকেটের মঞ্চে চতুর্থ স্পিনার হিসাবে ৫০০ টেস্ট উইকেটের মালিক হলেন তিনি। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ফাহিন আশরফের উইকেট নেওয়ার সঙ্গেই এই নতুন রেকর্ড গড়েন তিনি। বিশ্ব ক্রিকেটের মঞ্চে চতুর্থ স্পিনার হিসাবে ৫০০ উইকেটের মালিক হয়েছেন ন্যাথান লিয়ন। একইসঙ্গে তৃতীয় অস্ট্রেলিয়ান বোলার হিসাবে গড়েছেন ৫০০ উইকেট নেওয়ার রেকর্ড। জয়ের মঞ্চে এমন রেকর্ড গড়তে পেরে আপ্লুত ন্যাথান লিয়ন।
ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম দিন থেকেই এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। চতুর্থ দিনেই পাকিস্তানকে হারিয়ে সিরিজে লিড নিয়েছে নিয়েছে অজি বাহিনী। সেখানবেই অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ঝুলিতে একের পর এক রেকর্ড। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে যেমন অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটাররা। তেমনই বল হাতেও তার ছিলেন সফল ছিলেন। সেখানেই নিজের স্পিন দিয়ে কার্যত পাক বাহিনীকে নাস্তানাবুদ করেছিলেন ন্যাথান লিয়ন। সেই মঞ্চেই এবার তৈরি করলেন এক বিরাট রেকর্ড।
দ্বিতীয় ইনিংসে ২ উইকেট তুলে নিয়েছিলেন ন্যাথান লিয়ন
এই টেস্টের মনঞ্চে যখন ন্যাথান লিয়ন নেমেছিলেন সেই সময় আন্তর্জাতিক টেস্টে তাঁর উইকেট ছিল ৪৯৬ টি। প্রথম ইনিংসেই পাকিস্তানের বিরুদ্ধে তিনটি উইকেট তুলে নিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর শিকার ছিল ইমাম উল হক, আবদুল্লা শাফিক এবং আমের জামালরা। দ্বিতীয় ইনিংসে রেকর্ড গড়ার থেকে আর মাত্র একটা উইকেট পিছনে ছিলেন ন্যাথান লিয়ন। খানিকটা অপেক্ষা করতে হলেও শেষপর্যন্ত সেই রেকর্ড গড়তে পেরেছিলেন এই তারাক ক্রিকেটার। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ফাহিন আশরফের উইকেট নেওয়ার সঙ্গেই সেই রেকর্ড গড়েন ন্যাথান লিয়ন।
এরপরই ৫০১ তম উইকেটটেও তুলে নিয়েছিলেন তিনি। বিশ্ব ক্রিকেটের মঞ্চে শেন ওয়ার্ন, মুথাইয়া মুরলীথরণদের তালিকায় এবার নিজের নাম তুললেন এই অজি ক্রিকেটার। সেইসঙ্গেই অস্ট্রেলিয়ান হিসাবে ৫০০টি উইকেট নিলেন তিনি। শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রার পর তৃতীয় বোলার হিসাবে গড়লেন এই রেকর্ড। এমন মাইলস্টোন গড়ে যে ন্যাথান লিয়ন আপ্লুত তা বলার অপেক্ষা রাখে না।
এখনও পর্যন্ত বিশ্ব ক্রিকেটের মঞ্চে দুটো দেশের বিরুদ্ধেই সবচেয়ে ভাল পারফরম্যান্স রয়েছে ন্যাথান লিয়নের। ইংল্যান্ডের বিরুদ্ধে এখনও পর্যন্ত টেস্টের মঞ্চে ১১০টি উইকেট রয়েছে ন্যাথান লিয়নের। সেইসঙ্গে ভারতের বিরুদ্ধে তিনি তুলে নিয়েছেন ১২১ টি উইকেট। সেই ধারা এখনবও বজায় রেখেছেন তিনি। কেরিয়ারের ১২৩টি টেস্ট খেলেই ৫০০ উইকেটের মালিক হলেন ন্যাথান লিয়ন।
The post চতুর্থ স্পিনার হিসাবে টেস্টের মঞ্চে ৫০০ উইকেটের মাইলস্টোন ন্যাথান লিয়নের appeared first on CricTracker Bengali.










