Arshdeep Singh. ( Image Source: Twitter )
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এদুন দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন অর্শদীপ সিং। বছর শেষেই গড়লেন এক নতুন ইতিহাস। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ওডিআইয়ের মঞ্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন অর্শদীপ সিং। প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে এদিন মাত্র ৩৭ রান দিয়ে একাই ৫ উইকেট তুলে নিয়েছেন অর্শদীপ সিং। আর তাতেই আপ্লুত সকলে। এদিন কার্যত দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপকে মাথা তুলে দাঁড়ানোর সুযোগই দেননি তিনি। এমন পারফরম্যান্সের সঙ্গেই ভারতীয় ক্রিকেটে ইতিহাস গড়েছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল হাতে শুরু থেকেই বিদ্বংসী ফর্মে ছিলেন এই তরুণ পেসার। তাঁর একের পর এক ডেলিভারির সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। সেই পারফরম্যান্সটাই যে ভারতীয় দলের জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। এদিন দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার থেকে মিডল অর্ডারকে একা হাতেই ধ্বংস করেছিলেন অর্শদীপ সিং। বল হাতে ১০ ওভারে মাত্র ৩৭ রান দিয়ে একাই তুলে নিয়েছিলেন ৫টি উইকেট।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৭ রানে ৫ উইকেট নিয়েছিলেন অর্শদীপ সিং
টস জিতে এদিন ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। লক্ষ্যটা ছিল ভারতীয় দলের বিরুদ্ধে ঘরের মাঠে বড় রানের ইনিংস খেলা। কিন্তু তাদের সেই পরিকল্পনাতেই জল ঢেলে দিলেন এই তরুণ পেসার অর্শদীপ সিং। দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারের ব্যাটারদের মাঠে দাঁড়াতেই দিলেন না বেশীক্ষণ। তাবড় তাব়ড় ব্যাটারদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন অর্শদীপ সিং। আর সেই পারফরম্যান্স দেখেই আপ্লুত সকলে। অর্শদীপকে নিয়ে উচ্ছ্বাসের সঙ্গে টুইটও করেছেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান।
সম্প্রতি খারাপ পারফরম্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। সেখানেই তাঁকে নিয়ে নানান কথাবার্তা শুরু হয়েছিল। যদিও ভারতীয় টিম ম্যানেজমেনব্ট এই তরুণ পেসারের ওপর ভরসা রেখেছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু থছেকেই আক্কমণাত্মক চিলেন অর্শদীপ সিং। শুরুতেই তাদের ওপেনিং জুটিকে ভেঙে দিয়েছিলেমন তিনি। রেজা হেন্ড্রিকস ও টনি ডে জর্জিকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়ে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন অর্শদীপ সিং।
সেখানেই অবশ্য থেমে থাকেননি এই তরুণ পেসার। এরপর দক্ষিণ আফ্রিকার অন্যতম তারকা ব্যাটার রাসি ফান ডার ডুসেনকেও সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন এই তরুণ পেসার। তাঁকে রানের খাতা খুলতেই দেননি অর্শদীপ সি। এরপরই তাঁর অন্যতম শিকার ছিল হেনরিখ ক্লাসেন। এই তারকা প্রোটিয়া ব্যাটারকে মাত্র ৬ রানেই সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। অবশেষে ফর্মে থাকা অ্যান্ডাইল ফেলেকাওকে সাজঘরে ফিরিয়ে নিজের পঞ্চন উইকেট তুলে নিয়েছিলেন। সেইসঙ্গেই ভারতের জয়ের রাস্তাটাও প্রশস্ত করে দিয়েছিলেন অর্শদীপ সিং।
The post ভারতীয় পেসার হিসাবে দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন অর্শদীপ সিং appeared first on CricTracker Bengali.










