আসন্ন আইপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়েছেন হার্দিক পান্ডিয়া। রোহিত শর্মাকে সরিয়েই তাঁকে নতুন অধিনায়ক হিসাবে বেছে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই সিদ্ধান্ত নিয়ে নানান কথাবার্তা হলেও মুম্বই ইন্ডিয়ান্সের এই সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করছেন প্কাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার সুনীল গাভাসকর। তাঁর মতে রোহিত শর্মা এখন ক্লান্ত। তাঁর পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করার সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের জন্য একেবারে সঠিক হয়েছে। শেষপর্য়ন্ত এখন হার্দিক পান্ডিয়া কতটা সফল হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
সুনীলস গাভাসকর মনে করছেন ক্লান্ত রোহিত শর্মার পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে নিজেদের লাভের জন্যই অধিনায়ক হিসাবে ঘোষণা করেছে মুম্বই ইন্ডিয়ান্স। বিশেষ করে শেষ দুই মরসুমে রোহিত শর্মর ব্যাট থেকে সেভাবে রান আসেনি রোহিত শর্মার ব্যাট থেকে। মুম্বই ইন্ডিয়ান্সও সাফল্য পায়নি সেভাবে। সেই সমস্ত দিক বিবেচনা করেই হার্দিক পান্ডিয়াকে মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হিসাবে ঘোষণা করার পথে হেঁটেছে বলে মনে করছেন সুনীল গাভা্সকর।
রোহিত শর্মার পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হয়েছেন হার্দিক পান্ডিয়া
তিনি জানিয়েছেন, কোনটা সঠিক, “কোনটা ভুল সেদিকে একেবারেই আমাদের যাওয়া উচিত্ নয়। কিন্তু তারা তাদের দলের লাভের জন্যই এমন একটা সিদ্ধান্ত নিয়েছে। শেষ দুটো বছরে ব্যাটেও রোহিত শর্মার পারফরম্যান্স খুব একটা ভাল ছিল না। আগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বহু বড় রানের ইনিংস খেলেথছিলেন রোহিত শর্মা। কিন্তু শেষ দুবছরেের দিকে তাকালে দেখা যাবে যে মুম্বই ইন্ডিয়ান্স গত বছর প্লেঅফে পৌঁছেছিল। কিন্তু তার আগের বছর ৯ কিংবা ১০ নম্বরে শেষ করে ছিল মুম্বই ইন্ডিয়ান্স”।
২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্স থেকে বিরাট টাকায় গুজরাত টাইটান্স শিবিরে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেই বছরই প্রথমবার অধিনায়ক হিসাবে আইপিএলের মঞ্চে নেমেছিলেন এই তারকা ক্রিকেটার। প্রথমবারই কার্যত সকলকে চমকে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। প্রথম আইপিএলেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। সেখানে নেতৃত্বে যেমন নজর কেড়েছিলেন, তেমনই নিজের পারফরম্যান্স দিয়েও সকলকে হতবাক করে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। এবার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়েও সেই সাফল্যের রাস্তায় তিনি এগিয়ে যেতে পারেন কিনা সেটাই দেখার।
মুম্বই ইন্ডিয়ান্সের বহু ভাল পারফরম্যান্স রয়েছে হার্দিক পান্ডিয়ার। ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আইপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৯২টি ম্যাচ খেলেছেন হার্দিক পান্ডিয়া। সেখানেই তাঁর ব্যাট থেকে এসেছে ১৪৭৬ রান। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে হার্দিক পান্ডিয়ার ঝুলিতে রয়েছে ৪টি অর্ধশতরান। এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৪২টি উইকেটও রয়েছে হার্দিক পান্ডিয়ার। তবে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এখনও পর্যন্ত সেঞ্চুরী নেই হার্দিকের। সেটাই এবার হয় কিনা দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।










