১.৮০ কোটি টাকায় চেন্নাই সুপার কিংসে রাচিন রবীন্দ্র, ৪ কোটি পেলেন শার্দূল ঠাকুর

ডিসে. 19, 2023

Spread the love
Rachin Ravindra. ( Image Source: Twitter )

এবারই প্রথমবার ওডিআই বিশ্বকাপের মঞ্চে নেমেছিলেন রাচিন রবীন্দ্র। সেখানেই দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন এই তরুণ ক্রিকেটার। বিশ্বকাপের মঞ্চ থেকেই ক্রিকেট বিশ্বে নতুন তারকা হয়ে উঠেছেন  রাচিন রবীন্দ্র। সাই পারফরম্যান্সের সৌজন্যেই এবারের আইপিএলেও ম্জের নাম লেখালেন এই তারকা ক্রিকেটার। ১ কোটি ৮০ লক্ষ টাকায় এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসে নিজের জায়গা পাকা করে ফেললেন এই তারকা ক্রিকেটার। এমএস ধোনির নেতৃত্বেই এবারের আইপিএলের মঞ্চে নামবে এই তারকা ক্রিকেটার। তবে বিরাট দান কিন্তা পাননি তিনি।

এবারের ওডিআই বিশ্বকাপের শুরু থেকেই নিউ জিল্যান্ডের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন রাচিন রবীন্দ্র। কেরিয়ারের প্রথম বিশ্বকাপের শুরুটাই করেছিলেন সেঞ্চুরী দিয়ে। সেখানেই দুরন্ত ফর্মে ছিলেন এই তরুণ ক্রিকেটার। তাবড় তাবড় বোলারদের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স সকলেরই নজর কেড়েছিল। অভিষেক বিশ্বকাপে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছিলেন রাচিন রবীন্দ্র। এবার সেই তরুণ তারকা ক্রিকেটারকেই খেলতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনির মেন্টরশিপে। সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

কেরিয়ারের প্রথম বিশ্বকাপেই ভেঙেছেন সচিন তেন্ডুলকরের রেকর্ড

তবে রাচিন রবীন্দ্রর জন্য খুব একটা বেশী টাকা খরচ করতে হয়নি চেন্নাই সুপার কিংসকে। মাত্র ১ কোটি ৮০ লক্ষ টাকা দিয়েই তুলে নিতে পেরেছে এই অল রাউন্ডারকে। আইপিএলের  মঞ্চে বেন স্টোকসের পরিবর্তে একজন ভাল অলরাউন্ডারের খোঁজে ছিল চেন্নাই সুপার কিংস। সেখানেই এই রাচিন রবীন্দ্র যে তাদের অনেকটাই সাহায্য করবে তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে আপেক ভারতীয় অল রাউন্ডার শার্দূল ঠাকুরকেও দলে তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। দলকে শক্তিশালী করতে তারা যে অল রউন্ডার নেওয়ার দিকেই বাড়তি নজর দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

শার্দূল ঠাকুরকে এদিন ৪ কোটি টাকায় দলে তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। বেন স্টোকসের অভাব ঠাকার জন্যই এমন দুই অল রাউন্ডারকে তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। এদিন রাচিন রবীন্দ্রকে যে তারাই কিনত তা বলার অপেক্ষা রাখে না। শুরু থেকেই রাচিনের জন্য ঝাপিয়েছিল তবে খুব একটা বেশী লড়াই করতে হয়নি তাদের।

এবারের বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন রাচিন রবীন্দ্র। প্রথম বিশ্বকাপের মঞ্চেই ৫০০ রানের গন্ডী টপকেছিলেন তিনি। সেটাই সকলের নজর কেড়েছিল। অন্যদিকে গতবার কলকাতা নাইট রাইডার্স শার্দূল ঠাকুরকে নিলেও এবার ছেড়ে দিয়েছিল। তাঁকেই ৪ কোটি দিয়ে তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador