Virat Kohli and Gautam Gambhir. (Image Source: Twitter)
বিরাট কোহলি এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরের মধ্যে বিবাদের ব্যাপারটি গোপন নয়। ক্রিকেট বিশ্ব মাঠে এই দুজনকে একে অপরের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়তে দেখেছে। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর মঞ্চে ৫০তম ওডিআই শতরানের মাইলফলকটি স্পর্শ করেছিলেন বিরাট কোহলি। সম্প্রতি, গৌতম গম্ভীর এই ব্যাপারে যে মন্তব্যটি করেছেন তা ক্রিকেট ভক্তদের মন জয় করে নিয়েছে।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর সেমিফাইনালে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫০তম ওডিআই শতরানটি সম্পূর্ণ করেছিলেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের তৃতীয় ওডিআই ম্যাচের আগে গৌতম গম্ভীরকে সেই বোলারের নাম জিজ্ঞাসা করা হয়েছিল যার ওভারে বিরাট এই অসাধারণ কৃতিত্বটি অর্জন করেছিলেন।
স্টার স্পোর্টসে গৌতম গম্ভীর বলেন, “লকি ফার্গুসন। ইয়ে আপ বার বার দিখানা, মুঝে সব কুছ ইয়াদ রেহতা হ্যায়। লড়াই মেরি সিরফ অন দ্য ফিল্ড হ্যায় (দয়া করে এই ক্লিপটি বারবার দেখান, আমার সবকিছু মনে থাকে। আমার লড়াই মাঠেই সীমাবদ্ধ)”
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) ম্যাচের পর বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর একে অপরের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন। প্ৰথমে ম্যাচ চলাকালীন আফগানিস্তানের পেসার নবীন-উল-হকের সাথে বিরাটের তর্কাতর্কি হয়েছিল। ম্যাচের পর কোহলি এবং নবীনের মধ্যে এই বিবাদে গম্ভীর হস্তক্ষেপ করেছিলেন। সেই সময় এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এলএসজি দলের মেন্টর ছিলেন। উল্লেখযোগ্যভাবে, আইপিএল ২০১৩-তেও এই দুজনের মধ্যে ঝামেলা হয়েছিল।
“তিনি একজন এক্স-ফ্যাক্টর, এতে কোনো সন্দেহ নেই” – গৌতম গম্ভীর
আইপিএল ২০২৪-এর আগে গৌতম গম্ভীরকে মেন্টর হিসেবে নিযুক্ত করেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ৪২ বছর বয়সী এই প্রাক্তন ক্রিকেটার মিচেল স্টার্ককে সই করানোর ব্যাপারে মুখ খুলেছেন। উল্লেখযোগ্যভাবে, মিনি নিলামে অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ পেসারকে ২৪.৭৫ কোটি টাকা দিয়ে কিনেছিল কেকেআর। তিনি আইপিএলের ইতিহাসে সবথেকে দামি খেলোয়াড় হওয়ার রেকর্ড করেছেন। আসন্ন আইপিএলে তিনি কেমন পারফরম্যান্সের প্রদর্শন করেন সেটাই এখন দেখার বিষয়।
গৌতম গম্ভীর বলেন, “তিনি (স্টার্ক) একজন এক্স-ফ্যাক্টর, এতে কোনো সন্দেহ নেই। তিনি এমন একজন যিনি নতুন বলে বোলিং করতে পারেন, ডেথ ওভারে বোলিং করতে পারেন এবং সবচেয়ে বড় কথা, তিনি এমন একজন যিনি আক্রমণে নেতৃত্ব দিতে পারেন।”
The post “আমার লড়াই মাঠেই সীমাবদ্ধ” – বিরাট কোহলির সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন গৌতম গম্ভীর appeared first on CricTracker Bengali.










