Chetan Sakariya. (Photo Source: IPL/BCCI)
এবারের মিনি নিলামেই কলকাতা নাইট রাইডার্সে এসেছেন তরুণ পেসার চেকন সাকারিয়া। এবারই প্রথমবার তাঁর হোম গ্রাউন্ড কলকাতার ইডেন গার্ডেন্সে। সেখানেই মিচেল স্টার্কের সঙ্গে খেলার অপেক্ষায় রয়েছেন এই তরুণ পেসার। আইপিএলের মঞ্চে এই মুহূর্তে সবচেয়ে দামী ক্রিকেটারের তকমা রয়েছে মিচেল স্টার্কের গায়ে। প্রায় ২৫ কোটি টাকা দিয়ে আসন্ন আইপিএলের জন্য এই তারকা পেসারকে দলে তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেখানেই সুযোগ পেয়েছেন চেতন সাকারিয়াও। মিচেল স্টার্কের থেকেই নানান স্কীল শেখার অপেক্ষায় রয়েছেন তিনি।
আইপিএলের অবাছাই ক্রিকেটারদের তালিকায় ছিলেনব চেতন সাকারিয়া। সেখানে তাঁকে বেস প্রাইজে অর্থাত্ ৫০ লক্ষ টাকা দিয়েই তুলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আসন্ন আইপিএলের মঞ্চে দলের বোলিং শক্তিক দিকেই বিশেষ নজর দিতে চাইছে কলকাতা নাইট বাহিনী। সেই কথা মাথায় রেখেই য়ে এই তরুণ পেসারকেও তারা দলে তুলে নিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। নাইট রাইডার্সের হয়ে নামার অপেক্ষায় রয়েছেন চেতন সাকারিয়াও। মিচেল স্টার্কের উপস্থিতি যেমন তাঁকে উচ্ছ্বসিত করছেন।
২০২২ সালে দিল্লি ক্যাপিটালস শিবিরে ছিলেন চেতন সাকারিয়া
তেমনই গৌতম গম্ভীরকে মেন্টর হিসাবে পাওয়াটাও এই তরুণ পেসারকে বেশ উচ্ছ্বসিত করছে। এবারের আইপিএলের নিলামের আগে সবচেয়ে বেশী ক্রিকেটারদের ছেড়ে দিয়েছেন কলকাতা নাইট রাইডার্স। এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে দুটো ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন চেতন সাকারিয়া। ২০২১ সালে রাজস্থান রয়্যালস শিবিরে ১.২ কোটি টাকায় গিয়েছিলেন চেতন সাকারিয়া। সেখান থেকেই পরের বছর দিল্লি ক্যাপিটালস শিবিরে গিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। এবার কলকাতা নাইট রাইডার্স তাঁর নতুন ঠিকানা। ইতিমধ্যে দেশের জার্সিতেও অভিষেক হয়ে গিয়েছে এই তরুণ পেসারের।
চেতন সাকারিয়া স্পোর্টসকিডায় জানিয়েছেন, “মিচেল স্টার্কের মতো একজন ক্রিকেটারের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নিতে পারাটা সত্যিই এক বিরাট প্রাপ্তি। তিনি অস্ট্রেলিয়ার হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছেন এবং এবারের বিশ্বকাপের মঞ্চেও মিচেল স্টার্কের পারফরম্যান্স দেখার মতো। তাঁর বোলিং ভাবনা থেকে বেশী উইকেট তুলে নেওয়ার বিভিন্ন স্ট্র্যাটেজি যতটা সম্ভব শিখে নেওয়া যায়, আমি সেটা শিখে নিতে চাই”।
২০২১ সালেই ভারতীয় দলের হয়ে ওডিআই ও টি টোয়েন্টি ফর্ম্যাটে অভিষেক হয়েছিল চেতন সাকারিয়ার। কেরিয়ারের প্রথম ম্যাচেই ওডিআই ফর্ম্যাটে শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষের উইকেট তুলে নিয়েছিলেন তিনি। সেই ম্যাচে চেতন সাকারিয়ার উইকেট ছিল ৩৪ রানে ২ উইকেট। এছা়ড়া সেই বছরই টি টোয়েন্টিতেও শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক হয়েছিল তাঁর।
The post নাইট শিবিরে মিচেল স্টার্কের থেকেই নানান পরামর্শ নেওয়ার অপেক্ষায় চেতন সাকারিয়া appeared first on CricTracker Bengali.










