প্রাক্তন অজি তারকা মাইকেল হাসি ওয়ার্নার প্রসঙ্গে জানালেন, ‘আমি বরাবরই একজন ঐতিহ্যবাহী ওপেনিং ব্যাটসম্যানের পক্ষপাতী।’

ডিসে. 26, 2023

No tags for this post.
Spread the love

David Warner. (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)

প্রাক্তন অজি তারকা মাইকেল হাসি ডেভিড ওয়ার্নার প্রসঙ্গে মন্তব্য করলেন। তিনি কার্যত ওয়ার্নারের স্থানপূরণ নিয়ে অস্ট্রেলিয় বোর্ডকে জানিয়েই দিলেন, ‘ আমি বরাবরই একজন ঐতিহ্যবাহী ওপেনিং ব্যাটসম্যানের পক্ষপাতী। যে ব্যাটসম্যান দীর্ঘ সময় ধরে টপ অর্ডারে এই দায়িত্ব সামলে এসেছেন, তাঁর দিকে আমার পাল্লা ভারী থাকবে।’ তিনি মনে করেন, প্রথমশ্রেণীর ক্রিকেটে দীর্ঘদিন এই দায়িত্ব পালন না করলে হঠাৎ করে এই পজিশনে আশা যথেষ্ট কঠিন। প্রাক্তন ব্যাটসম্যান ওয়ার্নারের বদলি হিসেবে কোনও অস্থায়ী সমাধান সূত্র খুঁজে বার করার পক্ষপাতী নন। তিনি এ বিষয়ে নির্বাচকদের সতর্কও করেছেন। এই ভূমিকায় অবতীর্ণ হতে তিনি শেফিল্ড শিল্ড ক্রিকেটে আধিপত্য বিস্তারকারী কোনো একজন প্লেয়ারকে এগিয়ে রাখতে চান।

 অস্ট্রেলিয়ার প্রাক্তন মহিলা অধিনায়ক লিন লারসেনের সাথে অস্ট্রেলিয়ান ক্রিকেটের হল ফ্রেমে অন্তর্ভুক্ত হওয়ার পরে, মাইকেল হাসি মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগে এমন মন্তব্য করেছেন। মাইকেল হাসি একজন ওপেনার হিসেবে নিজের টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন ২০০৫সালে। তিনি মূলত আহত জাস্টিন ল্যাঙ্গারের বদলি হিসেবে ২০০৫ সালে দলে আসেন। দ্বিতীয় টেস্টে ব্যাটিং করতে নেমে তিনি একটি অনবদ্য সেঞ্চুরি করেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর ঝুলিতে ১৫৩১৩রানের রেকর্ড রয়েছে। তিনি বেশ কিছুটা সময় অস্ট্রেলিয় ক্রিকেটের ওপেনিংয়ের দায়িত্ব সামলে এসেছেন।

 বাঁ হাতি এই টেস্ট ব্যাটসম্যান প্রথম দুই টেস্টের পর শুধুমাত্র এক ইনিংসে ওপেন করার সুযোগ পান কারণ সেই সময় দলে ল্যাঙ্গার ফিরে এসেছেন। পরবর্তীতে তিনি মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ৭৯টি টেস্ট খেলেন ও সর্বমোট ৬০০০রও বেশি রান সম্পন্ন করেন। তাঁর ১৯টি টেস্ট সেঞ্চুরির মধ্যে ১৮টিই আসে মিডল অর্ডারে ৪ অথবা ৬ নম্বরে ব্যাট করতে নেমে।

বর্তমানে ওয়ার্নার ক্রিকেটের তিন ফরম্যাটে উল্লেখযোগ্য ভূমিকা রেখে অবসর নিতে চলেছেন পাকিস্তান সিরিজ শেষে।

সেক্ষেত্রে মাইক হাসি মনে করেন টেস্টের জন্য একজন বিশেষজ্ঞ ও অভিজ্ঞ প্লেয়ারকে দলে নেওয়া উচিত। সেক্ষেত্রে উসমান খোয়াজা তাঁর ব্যক্তিগত পছন্দ হিসাবে শীর্ষে রয়েছেন। যদিও হেড এবং মার্শকে নিয়ে অস্ট্রেলিয় ক্রিকেটমহলে সংশয় রয়েছে, কারণ দুজনেই মিডল অর্ডার ব্যাটসম্যান।

মাইক হাসি বারবারই শেফিল্ড শিল্ডকে অগ্রাধিকার দিয়েছেন। তিনি মনে করেন শেফিল্ড শিল্ড ক্রিকেট একটা নির্দিষ্ট সময় ধরে অস্ট্রেলিয়াতে আধিপত্য বিস্তার করেছে এবং সঠিকভাবে বলতে গেলে তারা সবাই বিভিন্ন পর্যায়ে নিজেদের সেরাটুকু দিয়ে আসছে। তাই স্বভাবতই অস্ট্রেলিয় ক্রীড়ামহল ও বোর্ড মাইক হাসির এই গুরুত্বপূর্ণ ও সুচিন্তিত মতামতকে বিবেচনা করে দেখবে তা বলাই বাহুল্য।

 

The post প্রাক্তন অজি তারকা মাইকেল হাসি ওয়ার্নার প্রসঙ্গে জানালেন, ‘আমি বরাবরই একজন ঐতিহ্যবাহী ওপেনিং ব্যাটসম্যানের পক্ষপাতী।’ appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
প্রিটোরিয়া ক্যাপিটালস SA20 এর দ্বিতীয় সিজনের জন্য প্রধান অংশীদার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডকে ঘোষণা করেছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8