‘কৌন বানেগা ক্রোড়পতি’র আসরে এবার হাজির হলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম দুই তারকা

ডিসে. 27, 2023

Spread the love

Ishan Kishan and Shubman Gill. (Photo Source: RANDY BROOKS/AFP via Getty Images)

‘কৌন বানেগা ক্রোড়পতি’র আসরে এবার হাজির হলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম দুই তারকা। বিগ বি-কে শোনালেন নিজের জীবনের গল্প।

ভারতীয় ক্রীড়া জগতের দুই সেনসেশন, স্মৃতি মন্ধানা ও ঈশান কিষাণ। দুজনকে এবার দেখা গেল এই বিখ্যাত রিয়ালিটি শোয়ের আসরে। তারা দুজনেই ভারতীয় ক্রিকেটের দুজন অতি জনপ্রিয় মুখ। এই বিখ্যাত অনুষ্ঠানে যোগ দিয়ে দুই তারকা নিজের জীবনের গল্প ভাগ করে নিয়েছেন সঞ্চালক অমিতাভ বচ্চনের সঙ্গে। শুভমান গিলের সঙ্গে ঈশান কিষানের সম্পর্ক সর্বজনবিদিত। তাঁদের দুজনকে সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন রীল বানাতে দেখা যায়। এছাড়াও মাঠে তাঁদের খুনসুটির ভিডিও নেটদুনিয়াই হামেশাই ভাইরাল হতে দেখা যায়। ‘কৌন বানেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে সঞ্চালক অমিতাভ বচ্চনকে দুই তারকা শুনিয়েছেন এমনই সব জীবনের নানা অজানা গল্প।

স্বাভাবিকভাবেই রিয়ালিটি শো-তে প্রশ্ন আসে শুভমান গিল ও ঈশান কিষানের বন্ধুত্বের সূত্রপাত কোথায়? ঈশান উত্তরে বলেছেন, ভারতের এ, বি এবং সি দলে তারা একসাথে খেলা শুরু করে। গিল প্রথম থেকেই তাঁর পাশে ছিল। আমি আর ও একঘরে থাকতাম। তিনি বলেন, ‘তারপর ম্যাচ শেষে কখন যে ও আমার ঘরে এসে আশ্রয় নিত, তা বুঝতেই পারতাম না।’ তারপর ধীরে ধীরে দুজনের মধ্যে অন্তরঙ্গতা বেড়ে চলে। বিভিন্ন জায়গায় ম্যাচ শেষে একসাথে বাইরে বেড়াতে যাওয়া ছিল তাঁদের অভ্যাস। এর পাশাপাশি একসাথে খেতে যাওয়ার শখও তাঁদের সেই আলাপ থেকেই। স্বাভাবিকভাবেই জমে ওঠে আলাপ, জমে ওঠে বন্ধুত্ব। এখন শুধু মাঠেই নয় মাঠের বাইরেও তারা দুজন দারুণ বন্ধু। একে অপরের খেয়ালও রাখেন তাঁরা।

এদিন রিয়ালিটি শো-য়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম তারকা স্মৃতি মান্ধানাও। তিনিও এই অনুষ্ঠানে এসে শৈশবের স্মৃতি হাতরেছেন। তার পিতাও ছিলেন একজন ক্রিকেটার। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমী পরিবারে বেড়ে উঠছিলেন তিনি। কিন্তু ভারতের মতো দেশে কোনও অভিভাবকই প্রাথমিক ভাবে চায় না, সন্তান পেশা হিসেবে ক্রিকেট বেছে নিক। এক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। তিনি মজা করে জানান, ‘মাতৃগর্ভে থাকার সময়ও বাড়িতে ক্রিকেটের গল্প শুনতাম।’ তবে ছেলেবেলা থেকেই বাবা তাঁর পাশে থেকেছেন। তিনি জানান, ‘ শৈশব থেকেই যেহেতু বাবা ও ভাইরা ক্রিকেট খেলেছে, তাই বাবা চাইতো তাদের দুই সন্তানই ক্রিকেট শিখুক।’

এভাবেই নিজেদের জীবনের কাহিনী ভাগ করে নেন দুই ক্রিকেট তারকা। 

The post ‘কৌন বানেগা ক্রোড়পতি’র আসরে এবার হাজির হলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম দুই তারকা appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador