Brisbane Heat vs Sydney Thunder. (Photo Source: Bradley Kanaris/Getty Images)
ক্যানবেরা এবং গোল্ড কোস্ট মিলিতভাবে বিবিএল ফাইনাল ম্যাচ আয়োজন করতে পারে। ভেন্যু সংঘর্ষের কারণে বিবিএল ফাইনাল ক্যানবেরা এবং গোল্ডকোস্টে খেলা হতে পারে বলে মনে করা হচ্ছে। এই সময় প্লেয়ারদের ইউনিয়নের পক্ষ থেকে বড়দিনের আগে অবধি রেগুলার সিজনের ম্যাচগুলি চলতে থাকে।
গ্রীষ্মের সময় টেস্টে ভেন্যু প্রাপ্যতা নিয়ে সমস্যা থাকার কারণে অ্যাডিলেড স্ট্রাইকাররা ঘরের মাথে ফাইনালে খেলার অধিকার যদি অর্জন করে, সেক্ষেত্রে ক্যানবেরায় বিগ ব্যাশ লিগের ফাইনাল ম্যাচ নিতে হবে।
বিবিএলের ফাইনাল চলাকালীন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হোম টেস্ট চলতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ব্রিসবেনের অ্যাডিলেড ওভাল এবং গাব্বায় ম্যাচগুলি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর অর্থ হলো, স্ট্রাইকাররা যদি প্রথম বা তৃতীয় স্থানও অধিকার করে তাহলেও তারা অ্যাডিলেডে ফাইনাল ম্যাচ আয়োজন করতে পারবে না। পরিবর্তে তাঁদের মাণুকা ওভালে কোয়ালিফায়ার বা নকআউট পর্বের খেলাগুলি খেলতে হবে।
স্ট্রাইকাররা এইমুহূর্তে চতুর্থ স্থানে রয়েছে ও তৃতীয় স্থানের জন্য ক্রমাগত প্রতিদ্বন্দিতা করছে। সেক্ষেত্রে তাঁদের সামনে সুযোগ রয়েছে আরও উঁচুতে অবস্থান করার। যদি স্ট্রাইকাররা যোগ্যতা অর্জন করতে পারে, সেক্ষেত্রে অ্যাডিলেড ওভাল তাঁদের জন্য উপলব্ধ থাকবে। ২২শে জানুয়ারি তারা কোয়ালিফায়ার খেলে পরবর্তীতে ২৪শে জানুয়ারি ফাইনাল খেলতে পারবে।
প্রথম অবস্থানে থাকা দলগুলি কিছুটা তো হবে বলে মনে করা হচ্ছে। যদিও দক্ষিণ পূর্ব কুইনসল্যান্ড তাদের হোম ম্যাচ এখনো খেলতে সক্ষম। এর পাশাপাশি গোল্ডকোস্টে ২৭০০০আসন বিশিষ্ট হেরিটেজ ব্যাংক স্টেডিয়ামও (কারারা ওভাল) তাঁদের জন্য উপলব্ধ থাকবে।
এছাড়া কারারা ওভাল স্টেডিয়াম পরবর্তী মরসুমে অনুষ্ঠিত হওয়া ম্যাচগুলি আয়োজন করতেও ব্যবহৃত হতে পারে বলে মনে করা হচ্ছে। যেটাতে আগামী ২৪শে জানুয়ারির ফাইনাল ম্যাচটিও অন্তর্ভুক্ত রয়েছে। যদিও ঠিক তার পরবর্তী দিন থেকে গাব্বায় টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। বিগ ব্যাশ লিগ এই মৌসুমে প্রথম চারটি সিরিজের তকমা অর্জন করেছে। এই মৌসুমের বিগ ব্যাশ লীগের এহেন সাফল্যের পরে অস্ট্রেলিয়ান ক্রিকেট এসোসিয়েশনের অন্যতম প্রধান কর্মকর্তা টড গ্রীনবার্গ ঘোষণা করেছেন, তিনি বড়দিনেও বিবিএলের ম্যাচ রাখতে চান। গত দুই মরশুমে ন্যাশনাল বাস্কেটবল লীগও বড়দিনের সময় অসামান্য সাড়া পেয়েছে। আমেরিকান খেলাধুলাও অনেক উন্নতি করেছে। সেই জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড মনে করছেন যে অন্যান্য খেলাধুলো ও ক্রীড়া মডেলগুলি এই বড়দিনের পরিপ্রেক্ষিতে যথেষ্ট কার্যকর যেহেতু হয়েছে, সেক্ষেত্রে ক্রিকেটও একইরকম সাফল্য পাবে।
The post ক্যানবেরা এবং গোল্ড কোস্ট মিলিতভাবে বিবিএল ফাইনাল ম্যাচ আয়োজন করতে পারে appeared first on CricTracker Bengali.