Mohammed Shami. (Photo Source: Alex Davidson-ICC/ICC via Getty Images)
বিশ্বকাপ ফাইনালে হার এখনো অবধি ভুলতে পারছেন না ভারতের অন্যতম তারকা পেসার, মহম্মদ শামি। ফাইনাল তথা গোটা টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন তিনি। তবে চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে খেলতে পারেননি বাংলার এই বোলার। শামিকে এখনো কুড়ে কুড়ে খাচ্ছে বিশ্বকাপ ফাইনালে হারের যন্ত্রণা। জ্বলন যন্ত্রনায় প্রতিনিয়ত দগ্ধ হচ্ছেন তিনি। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে আবার নিজের হতাশার কথা জানিয়েছেন এই তারকা পেসার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালের দিন কোথায় যে ভুল হল তা এখনো বুঝতে পারছেন না শামি। তিনি একটি বিবৃতি দিয়ে উল্লেখ করেছেন, ‘ ভারত বিশ্বকাপের ফাইনালে হারার পর গোটা দেশ হতাশায় ডুবে গেছিলো। আমরা সকলেই ১০০ শতাংশ নিশ্চিত ছিলাম যে ম্যাচের শেষ পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু শেষমেষ সেটা হয়নি। সত্যি বলতে কি ব্যাখ্যা করার মত কোন ভাষাও আমার কাছে এই মুহূর্তে নেই। কোথায় যে ভুল হল তা এখনো আমরা জানি না।’
এর আগে বিশ্বকাপ ফাইনালের ২৫ দিন পরে প্রথমবারের জন্য মুখ খুলে ছিলেন মহম্মদ শামি। সব কথা প্রকাশ্যে জানিয়েছিলেন এই বোলার। একটি সাক্ষাৎকারে বিশ্বকাপ ফাইনালের পরের কয়েক ঘন্টার বিবরণ দিয়েছিলেন মহম্মদ শামি। তিনি জানান, ‘ আমরা কি করব বুঝতে পারছিলাম না। অনেকে সেই সময় দাঁড়িয়ে বলেছিল আমরা ভুল পিচ বেছেছি। অনেকে বলেছিল, স্কোরবোর্ডে আরো বেশি রান থাকা উচিত ছিল। যার যা মনে হচ্ছিলো সেইভাবে নিজের মতামত ব্যক্ত করছিল। কিন্তু কেউ তারা মাঠে নেমে খেলেনি। আমরা প্রতিনিয়ত খেলেছি। ভারতের জার্সিতে একটা দল হিসেবে খেলেছি। কিন্তু আগামী কয়েক ঘণ্টায় সব কিছু বদলে গিয়েছিল।’
শামি আরও উল্লেখ করেন, ‘ ফাইনালে ওঠার পর সবাই আমরা জেতা ছাড়া অন্য কিছু ভাবিনি। কিন্তু দিনের শেষে আমরা পরাজিত হয়েছি। তবে তার জন্য কেউ কারোর দিকে আঙুল তোলেনি। কারণ আমরা প্রত্যেকে জানতাম সবাই চেষ্টা করেছে। আগের দশটা ম্যাচে দল হিসেবে জয় লাভ করেছিলাম। ফাইনালে দল হিসেবে ভালো পারফর্ম করতে পারিনি, তাই হেরে গেছি। শুধু মন থেকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল।’
বিশ্বকাপ ফাইনালে শেষ দিকে আমেদাবাদের মাঠে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খেলার শেষে তিনি ভারতের সাজঘরে গিয়ে প্রত্যেকটি ক্রিকেটারের সঙ্গে কথা বলেছিলেন। সেই আলাপের কথাও আলাদা করে উল্লেখ করেন মহম্মদ শামি।
The post শামিকে এখনো কুড়ে কুড়ে খাচ্ছে বিশ্বকাপ ফাইনালে হারের যন্ত্রণা appeared first on CricTracker Bengali.