আইপিএল ২০২৪-এ প্রতিটি দলের সবচেয়ে বয়স্ক ক্রিকেটাররা

ডিসে. 28, 2023

No tags for this post.
Spread the love

IPL Trophy. (Photo Source: IPL/BCCI)

কয়েকদিন আগেই শেষ হয়েছে আইপিএলের মনি নিলাম। সেখানেই একের পর এক চমক দেখিয়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের দল গুছিয়ে নিয়েছে। আসন্ন মপলুমেই শুরু হবে সেরা হওয়ার লড়াই। ১৭ তম াইপিএলে মঞ্চ নিয়ে এখন তেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। তরুণ ক্রিকেটারদের পাশাপাশি এবারের আইপিএলেও কিন্তু বেশ কয়েকজন বয়স্ক ক্রিকেটারদের দিকে নজর রয়েছেন সকলে।

আইপিএল ২০২৪ সালের আইপিএলে যেমন প্রতিটি দলে তারুণ্যের আধিক্য রয়েছে, তেমনই সেখানে অভুজ়্ এবং সিনিয়র ক্রিকেটাররাও রয়েছে। এমএস ধোনি থেকে ফাফ ডুপ্লেসিদের নিয়েও যে আইপিএলের মঞ্চে চর্চা তুঙ্গে তা বলার অপেক্ষা রাখে না। এখানেই দেখে নেওয়া যাক আইসিসির সবকটি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে বয়স্ক তারকা ক্রিকেটারদের দিকে।

১. এমএস ধোনি (চেন্নাই সুপার কিংস)

MS Dhoni. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের মঞ্চে অন্যতম সবচেয়ে সফল অধিনায়কের তকমা রয়েছে এমএস ধোনির কাঁধে। শেষবারের আইপিএলেও এম ধোনির নেতৃত্বেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। প্রথম মরসুম থেকেই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক তিনি। তাঁর হাত ধরেই সর্বোচ্চ পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুুপার কিংস। এবারও চেন্নাই সুপার কিংসের অধিমনায়কের দায়িত্বে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ৪২ বছর বয়সেই এবারের আইপিএলে নামছেন তিনি। এবারের আইপিএলে অন্যতম বয়স্ক ক্রিকেটার হিসাবে মগেন্দ্র সিং ধোনিপর নামই রয়েছে সবার ওপরে।

এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে এমএস ধোনির রান রয়েছে ৫০৮২ এবং তাঁর নেতৃত্বে ২২৬টি ম্যাচের মধ্যে চেন্নাই সুুপার কিংস জয় পেয়েছে ১৩৩টি ম্যাচে।

২. অমিত মিশ্র (লখনই সুুুপার জায়ান্টস)

Amit Mishra. (Photo Source: BCCI/IPL)

আসন্ন আইপিএলের মঞ্চে লখনউ সুপার জায়ান্টস শিবিরের সবচেয়ে বয়স্ক ক্রিকেটারের তকমা রয়েছে অমিত মিশ্র কাঁধে গত মরসুমে ৫০ লক্ষ টাকায় এই ক্রিকেটারকে দলে তুলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। এবারও লখনউ সুপার জায়ান্টস শিবিরে রয়েছেন তিনি। ৪১ বছর বয়সে আসন্ন আইপিএলের মঞ্চে নামতে চলেছেন তিনি। গতবারের আইপিএলে লখনউয়ের হয়ে ৭টি উইকেট তুলেছিলেন তিনি। তাঁর দীর্ঘ আইপিএলের কেরিয়ারে রয়েছে ১৭৩টি উইকেট।

৩. মোহিত শর্মা (গুজরাত টাইটান্স)

Mohit Sharma. (Image Source: IPL/BCCI)

গুজরাত টাইটান্স শিবিরের সবচেয়ে বয়স্ক ক্রিকেটারেরতকমা রয়েছে মোহিত শর্মার গায়ে। গতবার হঠাত্ই গুজরাত টাইটান্স শিবির তাঁকে নিয়ে সকলকে চমকে দিয়েছিল। সেখানে নিজের সেরা পারফরম্যান্সও দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। ২০২৩ সালের আইপিএলের মঞ্চে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন ৩৫ বর্ষীয় এই মোহিত শর্মা। ১৪ ম্যাচ খেলে একাই তুলেছিলেন ২৭টি উইকেট। এছাড়া তাঁর গোটা আইপিএল কেরিয়ারে রয়েছে ১১৯টি উইকেট। আইপিএলের মঞ্চে ২০১৩ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক হয়েছিল মোহিত শর্মার।

৪. শিখর ধওয়ান (পঞ্জাব সুপার কিংস)

Shikhar Dhawan. (Photo Source : BCCI/IPL)

আইপিএলের মঞ্চে অন্যতম সফল ক্রিকেটারের নাম শিখর ধওয়ান। ৩৮ বর্ষীয় এই তারকা ক্রিকেটার আশন্ন আইপিএলের মঞ্চে পঞ্জাব কিংস শিবিরের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার। ২০২২ সাল থেকে পঞ্জাব কিংস শিবিরের অধিনায়কের দায়িত্ব উঠেছে শিখর ধওয়ানের কাঁধে। এবারও পঞ্জাব কিংস সেই শিখর ধওয়ানের ওপরই ভরসা রাখতে চলেছে। এখনও আইপিএলের মঞ্চে সফল ব্যটারদের তালিকায় তাঁর নাম রয়েছে অনেকটাই ওপরের দিকে। আইপিএলের মঞ্চে ৬৬১৭ রান রয়েছে শিখর ধওয়ানের। সেইসঙ্গে এই প্রতিযোগিতায় গব্বরের রয়েছো ৫০টি অর্ধশতরানের রেকর্ডও। আইপিএলের মঞ্চে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক শিখর ধওয়ান।

৫. রবিচন্দ্রন অশ্বিন ( রাজস্থান রয়্যালস )

Ravichandran Ashwin. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের মঞ্চে রাজস্থান রয়্যালস শিবিরে আসন্ন মরসুমে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু এখনও রাজস্থানের অন্যতম প্রধান অস্ত্র তিনি। দীর্ঘ ১৪ বছর ধরে আইপিএলের মঞ্চে রয়েছেন এই তারকা ক্রিকেটার। সেখানেই ১৯৭টি ম্যাচ খেলে রবিচন্দ্রন অশ্বিনের উইকেট রয়েছে ১৭১ টি। এছাড়াও তাঁর ইকনমি রেট রয়েছে ৭.০১। এখনও পর্যন্ত ২০১১ সালের আইপিএলে সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেবার ১৬টি ম্যাচ খেলে ২০টি উইকেট তুলে নিয়েছিলেন তিনি। এছাড়াও গত দুই মরসুমে রবিচন্দ্রন অশ্বিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিতে পেরেছিল রাজস্থান রয়্যালস। ৩৭ বছর বয়সে মাঠে নামতে চলেছেন তিনি।

৬. ভুবনেশ্বর কুমার (সানরাইজার্স হায়দরাবাদ)

Bhuvneshwar Kumar. (Photo Source: IPL/BCCI)

৩৩ বর্ষীয় ভূবনেশ্বর কুমার এই মুহূর্তে সানরাইজার্স হায়দরাবাদের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার। আইপিএলের মঞ্চে বহু রেকর্ড রয়েছে তাঁর। তিনিই এই আইপিএলের মঞ্চে একমাত্র ক্রিকেটার হিসাবে পরপর দুবার পার্পল ক্যাপ জিতে নিয়েছিলেন। ২০১৬ ও ২০১৭ সালে সেই রেকর্ড গড়েছিলেন তিনি। এছাড়াও আসন্ন আইপিএলের মঞ্চে এখনও সানরাইজার্ হায়দরাবাদের বোলিং উইনিটের প্রধান শক্তি তিনি। ২০১৬ সালে হায়দরাবাদের আইপিএল চ্যাম্পি.ন হওয়ার পিছনে ভূবনেশ্বর কুমারের ভূমিকা ছিল অনস্বীকার্য। সেবার ১৭ ম্যাচ ২৩ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে ১২৯ ম্যাচে ১৪৬ উইকেট রয়েছে ভূবনেশ্বর কুমারের।

৭. ফাফ ডুপ্লেসি ( রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)

Faf Duplessis. ( Image Source: IPL )

গত মরসুমে না পারলেও এবারও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরের অন্যতম প্রধান ভরসা তাদের অধিনায়ক ফাফ ডুপ্লেসি। ৩৯ বর্ষীয় এই তারকা ক্রিকেটারই এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সবচেয়ে বয়স্ক ক্রিকেটার। গত মরসুমে অবশ্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জেতাতে ব্যর্থই হয়েছিলেন তিনি। কিন্তু ফাফ ডুপ্লেসির ব্যাটে ছিল বড় রানের ঝলক। গতবারের আইপিএলে ৭৩০ রান করেছিলেন এই প্কাক্তন প্রোটিয়া অধিনায়ক। তিনিই সেবার দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হয়েছিলেন।

৮. ডেভিড ওয়ার্নার ( দিল্লি ক্যাপিটালস)

David Warner. (Image Source: IPL/BCCI)

গতবার দিল্লি ক্যাপিটালসের হয়ে অধিনায়কত্ব করেছিলেন ডেভিড ওয়ার্নার। যদিও দিল্লি ক্যাপিটালস সাফল্যের মুখ দেখতে ব্যর্থই হয়েছিল। এবারও সেই দিল্লি ক্যাপিটালসের হয়েই মাঠে নামতে চলেছেন ৩৭ বর্ষীয় এই তারকা অস্ট্রেলিয়ান ক্রিকেটার। এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে ২০১৬ সালেই তাঁর সেরা পারফরম্যান্স দেখা গিয়েছে। সেবার ৮৪৮ রান করেছিলেন ১৭টি ইনিংসে। একইসঙ্গে সেবার ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল দিল্লি ক্যাপিটালস। এবার তাঁর ব্যাটে রামের ঝড় দেখা যায় কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

৯. রোহিত শর্মা ( মুম্বই ইন্ডিয়ান্স)

Rohit Sharma. (Photo Source: IPL/BCCI)

মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে সবচেয়ে বয়স্ক ক্রিকেটারের তকমা রয়েছে এবার রোহিত শর্মার গায়ে। এবারের আইপিএল শুরু হওয়ার আগেই অবশ্য তাঁকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের পদ থেকে সরানো হয়েছে। তাঁর জায়গায় অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তবে মুম্বই ইন্ডিয়ান্সের সবচেয়ে সফল অধিনায়ক তিনিই। ৩৬ বর্ষীয় এই তারকা ক্রিকেটারের ঝুলিতেই রয়েছে সর্বোচ্চ পাঁচটি আইপিএলের ট্রফি। এছাড়াও আইপিএলের মঞ্চে বহু রেকর্ড রয়েছে এই তারকা ক্রিকেটারের। আইপিএলে ২০৩ ইনিংসে রোহিত শর্মার ব্যাটে এসেছে ৫৩১৪ রান। কিন্তু শেষ দুই মরসুমে রোহিত শর্মার ব্যাটে বড় রানের ঝলক নেই। বরং রান পেতে বারবারই ব্যর্থ হতে দেখা গিয়েছে তাঁকে।

১০. আন্দ্রে রাসেল ( কলকাতা নাইট রাইডার্স)

Andre Russell. (Photo by ARUN SANKAR/AFP via Getty Images)

এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স শিবিরের সবচেয়ে বয়স্ক ক্রিকেটারের তকমা রয়েছে আন্দ্রে রাসেলের গায়ে। ২০১৪ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন আন্দ্রে রাসেল। এবারও তাঁর ওপরই ভরসা রেখেছে কলকাতার নাইট বাহিনী। এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলে আন্দ্রে রাসেলের রান রয়েছে ২২৬৯। সেইসঙ্গে শেষ মরসুমটা একেবারেই ছন্দে ছিলেন না নাইট শিবিরের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল। ১৪ ম্যাচে রান করতে পেরেছিলেন মাত্র ২২৭ এবং উইকেট তুলে নিয়েছিলেন ৭টি। এই ৩৫ বর্ষীয় ক্রিকেটার এবার ঘুরে দাঁড়াতে পারেন কিনা সেটাই দেখার।

The post আইপিএল ২০২৪-এ প্রতিটি দলের সবচেয়ে বয়স্ক ক্রিকেটাররা appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8