শুভমান গিলের ২০২৩র প্রাপ্তি ও নতুন বছরের লক্ষ্য

জানু. 1, 2024

No tags for this post.
Spread the love

Shubman Gill. (Photo Source: Twitter)

নতুন বছরে অপূর্ণ স্বপ্ন ছুঁয়ে দেখার হাতছানি শুভমান গিলের সামনে। ‘ভারতের জার্সিতে সবচেয়ে বেশি শতরান’, ‘পরিবারকে সুখী করতে হবে’, ‘মাঠে নিজের সেরাটা দিতে হবে’, ‘বিশ্বকাপ জিততে হবে’, ‘আইপিএলে সবচেয়ে বেশি রান করে কমলা টুপি নিজের সংগ্রহে করতে হবে’, খানিক এরকমটাই ছিল শুভমন গিলের ২০২৩-র নতুন বছরের শুরুর শপথ। হাতে লেখা এমনই একটি কাগজ রবিবার সমাজ মাধ্যমে তুলে ধরেছেন তিনি। ইতিমধ্যেই গতমশুমে আইপিএলের সবচেয়ে বেশি রান তাঁর সংগ্রহে। যদিও আইপিএল ট্রফিটি ঘরে তুলতে ব্যর্থ হয়েছেন গিল। কিন্তু মরসুমের শেষে কমলা টুপি তাঁর দখলেই ছিল। ক্যালেন্ডারের একটি বছরের সবচেয়ে বেশি শতরানের থেকে মাত্র একটি কম রেখে বছর শেষ করেছেন ভারতীয় ক্রিকেটের তরুণ এই তারকা। এই বছরে ভারতীয় জার্সিতে সবচেয়ে বেশি শতরানের ঝুলি পূর্ণ হয়েছে বিরাট কোহলির। কিন্তু বিশ্বকাপের ফাইনালে উঠে স্বপ্নভঙ্গ হয়েছে ব্লু ব্রিগেডের।

প্রসঙ্গত এই পোস্টে ২০২৩ সালকে শুভমান গিল মিশ্র বছর হিসেবে চিহ্নিত করেছেন। তরুণ ক্রিকেটার জানান যে এই বছর থেকে তিনি বিভিন্ন ধরনের অভিজ্ঞতা সংগ্রহ করেছেন, কখনো শিক্ষা নিয়েছেন ব্যর্থতা থেকে, বিভিন্ন সময়ে আনন্দের উপাদানও পেয়েছেন।

ফাইনালে উঠেও বিশ্বকাপ না জিততে পারার আক্ষেপ তাঁর চিরকাল থাকবে।

তারপরে রয়েছে বর্ষশেষে বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যর্থতার বেদনা। বছরের প্রথমেই কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দ্বিশত রান এসেছিল তার ব্যাট থেকে। তিনি ১৪৯ বলে ২০৮রানের অনবদ্য ইনিংস খেলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও তাঁর ব্যাট চুপ থাকেনি। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি দুরন্ত শতরান করেন তিনি। পাশাপাশি আইপিএলেও নিজের জাত চিনিয়েছিলেন ২৪ বছরের তরুণ। মরশুমের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষস্থান অধিকার করেছিলেন। তিনটি শতরান সহ এসেছিল ৮৯০ রান। তার দল গুজরাট টাইটান্সও ফাইনালে পৌঁছেছিল। কিন্তু মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস এর কাছে হেরে পরপর দুবার আইপিএল ট্রফি জেতা থেকে বঞ্চিত হয়।

সমাজ মাধ্যমে বর্ষশেষের দিনে সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন, ‘২০২৩ আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, মজাদার ছিল ও শিক্ষণীয় ছিল। তবে বছরের শেষটা পরিকল্পনামাফিক হয়নি। নিজেদের সেরাটা দিয়েছি। লক্ষ্যের কাছাকাছি পৌঁছেও ব্যর্থ হয়েছি। আশা রাখছি ২০২৩-র অপূর্ণ লক্ষ্যগুলোর দিকে আগামীতে পৌঁছে যেতে সক্ষম হবো। ২০২৪ আরো ভালো হবে। প্রত্যেকে নিজেদের সেরাটা দিয়ে নতুন বছরকে আলোকিত করে তুলুন।’

The post শুভমান গিলের ২০২৩র প্রাপ্তি ও নতুন বছরের লক্ষ্য appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8