আফগানিস্তানের প্রধান কোচ হিসেবে ট্রটের চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে

জানু. 2, 2024

Spread the love

(Source: Twitter)

ট্রটের চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তিনি ২০২৪ সালেও আফগানিস্তানের পুরুষ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্বপ্রাপ্ত থাকবেন। এই প্রাক্তন ইংল্যান্ড ব্যাটার কোচের পদে দায়িত্বশীল থাকাকালীন দলকে ৫০টির মধ্যে ১৯টি আন্তর্জাতিক ম্যাচ জিততে সাহায্য করেছেন।

আফগানিস্তানের পুরুষ ক্রিকেট দলের স্বপ্নের উড়ান গোটা বিশ্বকাপ জুড়েই অব্যাহত ছিল। আফগানিস্তান দলের অভূতপূর্ব সাফল্যের পর, স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান জোনাথন ট্রটের প্রধান কোচ হিসেবে কাজ করার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তাঁর ১৮মাসের চুক্তি ২০২৩সালের শেষেই সম্পূর্ণ হয়ে গেছিলো। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে ২০২৪সালের জন্যও তাঁকে দলের কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। 

আফগানিস্তান গত বছর ভারতের মাঠে দুরন্ত পারফরম্যান্স করে। ভারতের মাটিতে সংগঠিত হওয়া ওডিআই বিশ্বকাপে তারা একই সাথে ইংল্যান্ড,পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে পরাজিত করে ইতিহাস সৃষ্টি করে।

গ্লেন ম্যাক্সওয়েল সর্বকালের সেরা ২০০রানের অপরাজিত ইনিংস না খেললে তারা কাপজয়ী অস্ট্রেলিয়াকেও হারাতে সমর্থ হয়েছিল। যদিও ওই ম্যাচে কিছুটা অভিজ্ঞতার অভাব তাঁদের ডুবিয়েছিল বলে মনে করছেন বিশেষজ্ঞদের অনেকে।

২০২২সালের জুলাইয়ে আফগানিস্তানের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হওয়ার পরবর্তী সময় থেকে ট্রট ২৩টির মধ্যে ৮টি ওয়ানডে জিততে দলকে সাহায্য করেন। এছাড়াও বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান প্রথম সিরিজ জিতে নেয়। ২৬টি টি-টোয়েন্টির মধ্যে ১১ টি টোয়েন্টিতেও তারা জয়লাভ করে, যার মধ্যে পাকিস্তানের সাথে সিরিজ জয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

 আফগানিস্তান বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহীর বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে, যেখানে এই মুহূর্তে স্কোরলাইন ১-১। এরপর তারা জানুয়ারিতে ওয়েস্টইন্ডিজ সফর করবে ও পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জুনে টি-টোয়েন্টি খেলবে। তারা এইবছর মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নেবে। তিনটি টি-টোয়েন্টির ভারত সফরেও আসার কথা তাদের।

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ট্রটের অবদান অনস্বীকার্য। ট্রট জাতীয় দলের জার্সিতে ৫২ম্যাচ খেলে ৩৮৩৫রান করেছেন। তিনি ২০১০-১১র অ্যাশেজ সিরিজে দলের জন্য একটি পিলার হিসাবে কাজ করতেন। ওডিআই ক্রিকেটেও ট্রটের অনবদ্য সাফল্য রয়েছে। তিনি দেশের জার্সিতে ৪টি শতরান ও ২২টি অর্ধশতরান উপহার দিয়েছেন। ২০১৫ সালে তিনি ইংল্যান্ডের জাতীয় দল থেকে অবসর নেন। আন্তর্জাতিক ক্রিকেটে সিনিয়র পুরুষ দলের প্রধান কোচ হিসেবে প্রথমবারের জন্য তিনি কাজ করেন আফগানিস্তানের জন্য। আফগানিস্তানের এহেন উত্থান দেখে বোঝাই যায় ট্রট তাঁর দায়িত্বে সফল।

The post আফগানিস্তানের প্রধান কোচ হিসেবে ট্রটের চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador