আক্ষেপ নেই বল বিকৃতি কান্ড নিয়ে, স্পষ্টতই জানিয়ে দিলেন ওয়ার্নার

জানু. 3, 2024

No tags for this post.
Spread the love

David Warner. ( Image Source: X(Twitter)

আক্ষেপ নেই বল বিকৃতি কান্ড নিয়ে, স্পষ্টতই জানিয়ে দিলেন ওয়ার্নার। সিডনিতে জীবনের শেষ টেস্ট খেলতে নামার আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা করলেন ডেভিড ওয়ার্নার। ভারতের বিরুদ্ধে নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই তাঁর শেষ আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলা হয়ে গেছে বলে জানালেন অজি তারকা। প্রসঙ্গত ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালের পরে আর একদিনের ক্রিকেটে সেইভাবে দেখা যায়নি এই ওপেনারকে।

অবসরের দিনেও পিছু ছাড়লো না বিতর্ক। বল বিকৃতি কান্ড নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলেন ওয়ার্নারকে। তবে এদিন অন্য মেজাজে ছিলেন তিনি। সমস্ত প্রশ্নই কার্যত লং অনের উপর দিয়ে উড়িয়ে মাঠের বাইরে ছুঁড়ে ফেলছিলেন ওয়ার্নার।

তাঁর জীবনের অন্যতম কালো অধ্যায় ছিল বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে পড়া। নির্বাসনে যাওয়ার পাশাপাশি অধিনায়কত্ব করার সুযোগও হাতছাড়া হয় তার হাত থেকে। নির্বাসনের খাঁড়া নেমে আসায় কার্যত একবছরেরও বেশি সময় মাঠের বাইরে চলে যান এই অস্ট্রেলিয় তারকা। যদিও এদিন অজি তারকা স্পষ্টতই জানিয়ে দেন, সেইসব কালো দিনের স্মৃতি তিনি জীবন থেকে মুছে ফেলেছেন। তিনি বিবৃতি দিয়ে বলেন, ‘পিছন ফিরে তাকালে মনে হয় ব্যাপারটা একটু অন্যভাবেও সমালোচনা করা যেতে পারতো। তবে আমি বলবো তৎকালীন সিইও নিক হকলি যতদূর সম্ভব বোর্ডের কাছে নিজের বক্তব্য স্পষ্ট করে পেশ করেছিলেন। তারপরে বোর্ড সিদ্ধান্ত নেয়। যা নিয়ে আমি খুশি। ব্যাপারটা আমি জীবন থেকে মুছে ফেলতে চেয়েছি।’

তাঁকে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হয়, নেতৃত্ব নিয়ে। যা নিয়ে অস্ট্রেলিয়া বোর্ড দীর্ঘদিন নিষেধাজ্ঞা জারি করেছিল। এই নিয়ে কোনো ক্ষোভ হৃদয়ের অন্তরে প্রশমিত করে রেখেছেন কিনা প্রশ্ন করা হলে, ৩৭বছর বয়সী ওপেনার জবাব দেন, ‘ আমি আইপিএলে দলকে নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়েছি। নেতৃত্বের সময়টা আমি উপভোগ করেছি।’ আইপিএলের সানরাইজার হায়দ্রাবাদের পাশাপাশি দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছেন ওয়ার্নার।

তাঁকে বল-বিকৃতির বিষয়ে বিশদে জানতে চাওয়া হলে তিনি জানান, ‘সেই সময়ের দিকে তাকিয়ে ও গোটা ক্রিকেট জীবনের উপর ভিত্তি করে আমি একটি কথাই বলবো। আমার কোনও আক্ষেপ নেই। জীবনে অনেক বাধা আসে, যা প্রতি মুহূর্তে অতিক্রম করে যেতে হয়। আমি আত্মসম্মানের সঙ্গে সেটাই করে এসেছি।’

ওয়ার্নার এও ফাঁস করলেন যে ২০২৩সালের অ্যাশেজ সিরিজে নর্থ টেস্টের পরই অবসর নেয়ার কথা ভেবে রেখেছিলেন তিনি।

তাঁকে পরবর্তী জীবন নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন আরেক অজি তারকা গ্লেন ম্যাকগ্রা। প্রাক্তন প্রেসার জানিয়ে দেন মাঠে নেমে ইতিবাচক খেলে নিজের জীবনের শেষ ইনিংসটা অমর করে রাখুক ওয়ার্নার।

 

The post আক্ষেপ নেই বল বিকৃতি কান্ড নিয়ে, স্পষ্টতই জানিয়ে দিলেন ওয়ার্নার appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8