ভারতীয় ক্রিকেটে বঙ্গকন্যাদের দাপট

জানু. 14, 2024

No tags for this post.
Spread the love

লাল বলের ক্রিকেটে যুদ্ধ জয় করে রাজ সিংহাসনে অবতীর্ণ হয়েছে ভারতীয় মহিলা দল। এখন সামনে লড়াই সাদা বলের। অ্যালিসা হিলিদের ক্যাঙারুবাহিনীর বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। এখানেই কামাল করার সুযোগ রয়েছে বঙ্গকন্যাদের হাতে। একদিনের সিরিজে প্রথমবারের জন্য দলে ডাক পেয়েছেন বাংলার বাঁহাতি স্পিনার সাইকা ঈশাক। এর পাশাপাশি জোরে বোলার তিতাস সাধুও দলে রয়েছেন। এছাড়াও ডাক পেয়েছে শ্রেয়াঙ্কা পাটিল ও মন্নত কাশ্যপও। দুই দলেই জ্বলজ্বল করছে বাংলার রিচা ঘোষ ও দীপ্তি শর্মার নাম।

মুম্বাইতে ওয়াংখেড়ে টেস্টে অস্ট্রেলিয়াকে আট উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয়ের বীরগাঁথা রচনা করেছেন ভারতীয়রা। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে অর্থশত রান করে দলকে জয়ের কিনারে পৌঁছে দিয়েছেন বঙ্গকন্যা রিচা ঘোষ। এছাড়াও এবছরের চলতি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ঘটেছিল ২১ বছরের শ্রেয়াঙ্কার। যদিও সেটি টি-টোয়েন্টি অর্থাৎ ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে। তিন ম্যাচের সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৫উইকেট নিয়েছিলেন ও পরবর্তীতে ম্যাচের সেরার শিরোপা গ্রহণ করেন। ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী মহিলা দলের ২সদস্য তিতাস মন্নতদের কাছেও সুযোগ থাকবে নিজেদেরকে নতুন করে প্রমাণ করার। তিতাস এখনো পর্যন্ত চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়া, সাইকা ঈশাকও দলে সুযোগ পেয়েছেন। যদিও সাইকা ডব্লিউপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে নিজেকে মেলে ধরেছিলেন। আগামী বৃহস্পতিবার প্রথম এক দিনের ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ৩০ শে ডিসেম্বর ও ২রা জানুয়ারি দুটি ম্যাচ আয়োজিত হবে। পরবর্তীতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ৫,৭ ও ৯ই জানুয়ারি নভি মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে। রিজা ঘোষের প্রথম টেস্ট অফিসের ম্যাচে প্রথম থেকেই সাক্ষী ছিলেন তার মা ও বাবা।

তিনি প্রথম ইনিংসে ১০৪বলে ৫২রান করেন।

৭টি বাউন্ডারিও যে ইনিংসের অংশ ছিল। এই অনবদ্য ইনিংসের ফলে ভারত ১৮৭রানের লিডও পায়। পরবর্তীতে নিজের টুইটার হ্যান্ডেল এই বঙ্গকন্যা একটি বিবৃতি দিয়ে লেখেন, ‘ অভিষেক ম্যাচে করাই অর্থ শত রান চিরকাল অবিস্মরণীয় হয়ে থাকবে। প্রথমবার অস্ট্রেলিয়াকে পরাজিত করার সুযোগ পেয়ে দলের সকলের কাছে আমি কৃতজ্ঞ। দর্শকদের সমর্থন দেখে আমরা যথেষ্ট আপ্লুত। এছাড়াও আমি আমার বাবা ও মা-কে ধন্যবাদ জানাই যারা প্রথম থেকে আমাকে সমর্থন করে এসেছে। ওদের ছাড়া এই সাফল্য অধরাই থাকতো।’

The post ভারতীয় ক্রিকেটে বঙ্গকন্যাদের দাপট appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8