Virat Kohli. (Image Source: IPL/BCCI)
নতুন বছরের শুরু থেকেই ভারতীয় দলের জার্সিতে আর দেখা যায়ন বিরাট কোহলি। গত শনিবারই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষ হয়েছে ভারতের। সেখানেও ভারতীয় দলে ছিলেন না প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। কয়েকদিন আগেই এক পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি। সেই কারণেই পরিবারের সঙ্গে থাকার জন্য বিশ্রাম চেয়ে নিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। শোনাযাচ্ছে একেবারে আইপিএল দিয়েই ফির বাইশগজে ফিরতে চলেছেন বিরাট কোহলি। সেখানে নামার আগেই হরভজন সিংয়ের এক বিশেষ আবদার। বিরাট কোহলির থেকে ২০১৬ সালের সেই দুর্ধর্ষ পারফরম্যান্সের পূণরাবৃত্তিই দেখতে চান হরভজন সিং।
এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে অন্যতম সফল ক্রিকেটারের টকমা রয়েছে বিরাট কোহলির গায়ে। তবে ২০১৬ সালটাই এখনও পর্যন্ত বিরাট কোহলির আইপিএল কেরিয়ারের সেরা মরসুম। সেই মরসুমেই আইপিএলের ম়ঞ্চে একের পর এক রেকর্ড গড়েছিলেন বিরাট কোহলি। এছাড়া ২০১৬ সালে বিরাট কোহলির ব্যাট থেকেই এসেছিল ৯৭৩ রান। এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে এর মরসুমে কোনও ক্রিকেটারের এটাই সর্বোচ্চ রান। এবারের আইপিএলে আবারও বিরাট কোহলির সেই পারফরম্যান্সটাই দেখতে চাইছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং।
২০১৬ সালের আইপিএলের মঞ্চে ৯৭৩ রান করেছিলেন বিরাট কোহলি
২০১৬ সালে বিরাট কোহলির ব্যাট থেকে যেমন ৯৭৩ রান এসেছিল। তেমনই বিরাট কোহলির ঝুলিতে ছিল ৪টি সেঞ্চুরী এবং সাতটি অর্ধশতরান। শেষ দুই মরসুমেও বিরাট কোহলির ব্যাট থেকে বড় রানের ঝলক দেখা গিয়েছিল। যদিও এখনও পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ট্রফি খরা কাটাতে পারেননি তিনি। এই মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ট্রফি জিততে হলে যে বিরাট কোহলির ব্যাট থেকে অসাধারণ পারফরম্যান্সের প্রয়োজন রয়েছে, তা মানতে কোনও দ্বিধা নেই ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংয়ের।
এই প্রসঙ্গে হরভজন সিং স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে জানিয়েছেন, “অবশ্য ২০১৬ সালের মতো আরেকটা মরসুম তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তাদের জন্য যদি বিরাট কোহলি রান করা শুরু করে, তবেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সামনের দিকে এগিয়ে চলবে। আবারও বিরাট কোহলির থেকে সেই ২০১৬ সালের পারফরম্যান্সের পূণরাবৃত্তি প্রয়োজন। তেমনটা যদি হয়, তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে”।
২০২২ সালে শেষবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লেঅফে গিয়েছিল। সেবারও বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি ভাল পারফরম্যান্স করেছিলেন। এবারও বিরাট কোহলি, ডুপ্লেসি ছাড়া গ্লেন ম্যাক্সওয়েল, রজত পাতিদারের মতো ক্রিকেটাররা রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।
The post বিরাট কোহলির ২০১৬ সালের পারফরম্যান্সের পূণরাবৃত্তি চান হরভজন সিং appeared first on CricTracker Bengali.