দর্শকদের সাথে বাদানুবাদে জড়ালেন পাকিস্তানের পেস তারকা মহম্মদ আমির

মার্চ 12, 2024

Spread the love

Mohammed Amir (Source: X)

পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার মহম্মদ আমিরকে সম্প্রতি দর্শকদের উপর ক্ষোভ উগড়ে দিতে দেখা যায়। প্রসঙ্গত উল্লেখযোগ্য তিনি চলতি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৪ মরসুমে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দলের হয়ে খেলছেন। করাচিতে ১০ই মার্চ লাহোর কালান্দার্সের বিপক্ষে ম্যাচ চলাকালীন এই ঘটনাটি ঘটে। যদিও এই ম্যাচে তিনি ৪ ওভার বল করেন ও একটি উইকেটও তুলে নেন। এরজন্য তাঁর ৩০রান খরচ হয়। কিন্তু খেলা পরবর্তী সময়ে ৩১ বছর বয়সী এই বোলারকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ম্যাচ শেষে প্যাভিলিয়নে ওঠার সময় দর্শকরা তাঁকে উদ্দেশ্য করে ফিক্সার সম্বোধন করেন। এরপরেই ভক্তদের সাথে উত্তপ্ত তর্কে জড়িয়ে পড়তে দেখা যায় তাঁকে। এই ভিডিওটি সমাজ মাধ্যমে ভাইরাল হতে বেশিক্ষণ সময় নেয়নি। ভিডিওতে লক্ষ করা যাচ্ছে, আমির করাচি স্টেডিয়ামের একটি স্ট্যান্ড এর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। প্রচুর ভক্ত তাঁকে ঘিরে তাঁর নামেই সম্ভবত জয়ধ্বনি দিচ্ছেন। এরই মধ্যে একজন ব্যক্তি, তাঁকে ফিক্সার সম্বোধন করেন। যা একেবারেই ভালো লাগেনি পাকিস্তানের এই বিখ্যাত জোরে বোলারের। স্বাভাবিকভাবেই ঘুরে দাঁড়িয়ে তাকে পাল্টা আক্রমণ করেন মহম্মদ আমির। এর পরবর্তীতেই বিষয়টি নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন তাঁরা।

একসময় এই ফাস্ট বোলারকে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে অকথ্য গালিগালাজও করতে দেখা যায়।

এই প্রসঙ্গে উল্লেখযোগ্য মহম্মদ আমির ২০১০ সালে ইংল্যান্ডের লর্ডসে টেস্ট চলাকালীন স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন। বাঁ-হাতি পেসার তার অধিনায়ক সলমন বাটের নির্দেশ পাওয়ার পর ওই ম্যাচটিতে ইচ্ছাকৃতভাবে একটি নো-বল করেছিলেন। ফলস্বরূপ স্বাভাবিকভাবেই তাকে পাঁচ বছরের জন্য এই অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক খেলা থেকে নিষিদ্ধ করা হয়েছিল। এছাড়াও ম্যাচ গড়াপেটার অভিযোগে অভিযুক্ত ছিলেন বাট ও মহম্মদ আসিফ। যাদের একই অভিযোগের ভিত্তিতে পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়। পাকিস্তান সুপার লিগের এই চলতি মরসুম খুব একটা ভালো কাটেনি আমিরের। তিনি সাতটি ম্যাচ খেলে মাত্র ৬টি উইকেট নিয়েছেন। তাঁর ম্যাচ প্রতি গড় ৩৭.৬৬ ও ইকোনোমি রেট ৮.৬৯। যদিও শেষ ম্যাচে তাঁর পরিসংখ্যান তুলনামূলক ভাল ছিল। তিনি আব্দুল্লাহ শাফিক ও শাহীন আফ্রিদির জুটি ভেঙে দলকে লড়াইয়ে ফিরতে সাহায্য করেছিলেন। শেষ বলে ম্যাচ জিতে টুর্নামেন্টের নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে তাঁর দল কোয়েটা গ্ল্যাডিয়েটর।

The post দর্শকদের সাথে বাদানুবাদে জড়ালেন পাকিস্তানের পেস তারকা মহম্মদ আমির appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador