১৫ বছর আগে মহেন্দ্র সিং ধোনি যা করতে পারেননি তা করে দেখাতে পারেন হারমানপ্রিত কউর

মার্চ 25, 2023

Spread the love

This content has been archived. It may no longer be relevant

Harmanpreet Kaur. (Photo Source: Twitter/MumbaiIndians)

উইমেন্স প্রিমিয়ার লিগের (ডাব্লুউপিএল) উদ্বোধনী মরসুমে আমরা অনেক ভালো ভালো ম্যাচ দেখেছি। কোনো ম্যাচে ব্যাট হাতে কোনো খেলোয়াড়কে অসাধারণ ইনিংস খেলতে দেখেছি আবার কোনো ম্যাচে বল হাতে কোনো খেলোয়াড়কে অসাধারণ প্রদর্শন করতে দেখেছি। লিগ পর্যায় এবং এলিমিনেটরের পর আমরা ডাব্লুউপিএলের উদ্বোধনী মরসুমের দুই ফাইনালিস্টকে পেয়ে গেছি। ২৬শে মার্চ, রবিবার মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে হারমানপ্রিত কউরের নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স এবং মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস ডাব্লুউপিএলের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে।

এখন প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যে কাজটি করতে পারেননি সেই কাজটি মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হারমানপ্রিত কউর করে দেখাতে পারবেন কিনা? প্রসঙ্গত উল্লেখ্য, আইপিএলের উদ্বোধনী মরসুমে চেন্নাই সুপার কিংস অসাধারণ পারফরম্যান্স করেছিল এবং ফাইনালেও পৌঁছেছিল। কিন্তু শেন ওয়ার্নের নেতৃত্বাধীন দল রাজস্থান রয়্যালসের কাছে ফাইনালে ৩ উইকেটে পরাজিত হয়েছিল চেন্নাই সুপার কিংস।

ডাব্লুউপিএল ২০২৩-এ মুম্বাই ইন্ডিয়ান্স দলে হারমানপ্রিত কউর, ন্যাট সাইভার-ব্রান্ট, ক্লোই টাইরণের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা রয়েছেন। অন্যদিকে, ইসি ওং, সোনম যাদব এবং পূজা ভাস্ত্রকারের মতো প্রতিভাবান তরুণী খেলোয়াড়রাও রয়েছেন।

মহেন্দ্র সিং ধোনির সাথে অনেক মিল রয়েছে হারমানপ্রিত কউরের

২০০৮ সালে ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস এবং ২০২৩ সালে হারমানপ্রিত কউরের নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে অনেক মিল রয়েছে। হারমানপ্রিত কউর এখন ভারতের মহিলা দলের অধিনায়ক। ধোনিও ২০০৮ সালে ভারতীয় দলের অধিনায়ক পদে ছিলেন। মহেন্দ্র সিং ধোনি এবং হারমানপ্রিত কউর দুজনের জার্সি নম্বর হল ৭। এছাড়াও মহেন্দ্র সিং ধোনি আইপিএলের প্ৰথম মরসুমের ফাইনালে একজন অস্ট্রেলীয় অধিনায়ক অর্থাৎ শেন ওয়ার্নের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। হারমানপ্রিত কউরও একজন অস্ট্রেলীয় অধিনায়ক অর্থাৎ মেগ ল্যানিংয়ের বিরুদ্ধে ফাইনালে খেলতে নামবেন।

কিন্তু মহেন্দ্র সিং ধোনি ২০০৮ সালে আইপিএল শিরোপা জিততে পারেননি। এবার হারমানপ্রিত কউরও ধোনির মতো উদ্বোধনী মরসুমে শিরোপা জিততে অসফল হবেন নাকি আগের রীতি ভেঙে শিরোপা জিতবেন সেটাই এখন দেখার বিষয়।

টুর্নামেন্টের শুরু থেকেই অসাধারণ ছন্দে দেখা গেছে হারমানপ্রিত কউরের দল মুম্বাই ইন্ডিয়ান্সকে। ডাব্লুউপিএলে এখনও অবধি তারা এখনও অবধি মাত্র দুটি ম্যাচ হেরেছে। এলিমিনেটরে অ্যালিসা হিলির দল ইউপি ওয়ারিয়র্জকে ৭২ রানে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।

The post ১৫ বছর আগে মহেন্দ্র সিং ধোনি যা করতে পারেননি তা করে দেখাতে পারেন হারমানপ্রিত কউর appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador