This content has been archived. It may no longer be relevant
Meg Lanning and Hayley Matthews. (Photo Source: WPL)
ডাব্লুউপিএলের উদ্বোধনী মরসুম শেষ হল। মেগ ল্যানিংয়ের দল দিল্লি ক্যাপিটালসকে ৩ বল বাকি থাকতে ৭ উইকেটে পরাজিত করে শিরোপা জিতল মুম্বাই ইন্ডিয়ান্স। আমরা ফাইনালে একটি রুদ্ধশ্বাস ম্যাচ দেখতে পেলাম। মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন আপকে সামলে শেষ পর্যন্ত নিয়ে যান ন্যাট সাইভার-ব্রান্ট। তিনি ৫৫ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন। শেষে আমেলিয়া কের ৮ বলে ১৪ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
ডাব্লুউপিএল শেষ হওয়ার পাশাপাশি আমরা পেয়ে গেছি টুর্নামেন্টের অরেঞ্জ ক্যাপ এবং পার্পেল ক্যাপ বিজেতা দুই খেলোয়াড়কে। টুর্নামেন্টের শুরু থেকেই অধিনায়কত্বের পাশাপাশি অসাধারণ ব্যাটিংও করেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক মেগ ল্যানিং। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তিনি ফাইনাল পর্যন্ত নিয়ে যান। ডাব্লুউপিএল ট্রফি জিততে না পারলেও পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্স করেছে দিল্লি ক্যাপিটালস।
ডাব্লুউপিএলের উদ্বোধনী মরসুমে অরেঞ্জ ক্যাপ জিতলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক মেগ ল্যানিং। তিনি ৯টি ম্যাচ খেলে ৩৪৫ রান করেছেন। তার রানের গড় হল ৪৯.২৯। তিনি ১৩৯.১১ স্ট্রাইক রেটের সাথে এই রান করেন। তার সর্বোচ্চ রান হল ৭২।
ডাব্লুউপিএলে ১৬টি উইকেট নিয়েছেন হেইলি ম্যাথুস
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ট্রফি জেতার পাশাপাশি ব্যক্তিগতভাবে পার্পেল ক্যাপও জিতে নিয়েছেন হেইলি ম্যাথুস। তিনি ১০টি ম্যাচ খেলে ১৬টি উইকেট নিয়েছেন। তার সেরা বোলিং পরিসংখ্যানও এসছে ফাইনাল ম্যাচে। তিনি ৪ ওভারে ৫ রান দিয়ে ৩ উইকেট নেন। তার বোলিং গড় হল ১২.৬৪।
মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস আমাদের সবাইকে একটি অসাধারণ ফাইনাল উপহার দিল। ডাব্লুউপিএলের হাত ধরে ভারতের ক্রিকেটও এক ধাপ এগিয়ে গেল।
The post ডাব্লুউপিএল অরেঞ্জ এবং পার্পেল ক্যাপ বিজেতা হলেন যথাক্রমে মেগ ল্যানিং এবং হেইলি ম্যাথুস appeared first on CricTracker Bengali.










